Home /News /entertainment /
‘কব তক রোয়েগা..’ হৃতিক-কঙ্গনা মামলায় নতুন মোড়, ট্যুইট নায়িকার !

‘কব তক রোয়েগা..’ হৃতিক-কঙ্গনা মামলায় নতুন মোড়, ট্যুইট নায়িকার !

ফের বিপাকে পড়লেন বলিউডের বিতর্ক ক্যুইন কঙ্গনা রানাওয়াত ৷ আর এবার সেই বিতর্কে ফের নাম জড়ালেন হৃতিক রোশন !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফের বিপাকে পড়লেন বলিউডের বিতর্ক ক্যুইন কঙ্গনা রানাওয়াত ৷ আর এবার সেই বিতর্কে ফের নাম জড়ালেন হৃতিক রোশন ! সেই ২০১৬ সালের হৃতিক-কঙ্গনা ‘সম্পর্ক’ লড়াই নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল বলিউড ৷কাণ্ডটা হল, ২০১৬ সালে কঙ্গনা হৃতিকের বিরুদ্ধে এনেছিলেন ভয়ানক এক অভিযোগ ৷ যেখানে কঙ্গনা বলেছিলেন, বেনামে হৃতিক নাকি তাঁকে নানাধরনের ইমেল পাঠাতো ৷ এক্ষেত্রে কঙ্গনা নগ্ন ছবির প্রসঙ্গও তুলেছিলেন ৷ একথা প্রকাশ্যেই কঙ্গনা বার বার জানিয়ে ছিলেন ৷ এমনকী, নানা সাক্ষাৎকারে হৃতিকের নামে বিভিন্ন সময় নানা অভিযোগ এনেছিলেন কঙ্গনা ৷

প্রথমটায় হৃতিক চুপই ছিলেন, পরে অবশ্য কঙ্গনার নামে মানহানির মামলা করেন ৷ পুলিশের কাছে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগও আনেন ৷ সেই মামলাই এবার ফের মাথা চাড়া দিয়ে উঠল ৷খবর অনুযায়ী, হৃতিকের সেই মামলা সাইবার সেল থেকে এবার আনা হয়েছে ক্রাইম ব্রাঞ্চে ৷ পুরো মামলাটা এবার ফের নতুন করে শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে ৷

এই খবর রটতেই কঙ্গনা খোলাখুলি ফের হৃতিককে টেনে নিয়ে আসলেন ৷ ঠোঁটকাটা নামে জনপ্রিয় কঙ্গনা এবার ট্যুইট করে  হৃতিকের প্রতি বিষ উগড়ে দিলেন ৷কঙ্গনা লিখলেন, ‘আবার সেই পুরনো গল্প শুরু হলো ৷ আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এবং ওর বিবাহবিচ্ছেদের পর, সব কিছু ছেড়ে এগিয়েই যেতে পারছে না ৷ যখন আমি সব কিছুকে ভুলে এগিয়ে গিয়েছি, তখন আবার সে নতুন করে নাটক শুরু করলো ৷ আরে হৃতিক কতদিন আর সম্পর্কের জন্য কাঁদবে ?’ কঙ্গনা রীতিমতো হৃতিককে ট্যাগ করেই এ ধরনের বয়ান লিখেছেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন ৷তবে এখনও এই নিয়ে কোনও রকম মন্তব্য করেননি হৃতিক রোশন ৷ এবার দেখার পালা, কোথাকার জল কোথায় গড়ায় !

Published by:Akash Misra
First published:

Tags: Kangana ranauat