#মুম্বই: সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ নিয়ে সরব কঙ্গনা। এবার সেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ। তদন্ত করবে মহারাষ্ট্রের নারকোটিক্স শাখা। যে দিন মাদক যোগের অভিযোগে গ্রেফতার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, সেদিনই কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইতে তাঁর আসা নিয়ে অনেক বিক্ষোভ হচ্ছে ৷ তা নিয়ে ট্যুইটারে দুঃখ প্রকাশই করেছেন কঙ্গনা ৷ অভিনেত্রী ট্যুইট করেন, ‘‘ রাণী লক্ষ্মীবাঈয়ের সাহস এবং বলিদান আমি ফিল্মে অভিনয়ের মাধ্যমে উপভোগ করেছি ৷ দুঃখের বিষয় হল আমাকে আমার মহারাষ্ট্রেই আসা থেকে আটকানো হচ্ছে ৷ আমি রানী লক্ষ্মীবাঈয়ের মতোই ভয় পাব না, কারোর কাছে ঝুঁকবও না ৷ অন্যায়ের বিরুদ্ধে এভাবেই আওয়াজ তুলে যাব ৷ জয় মহারাষ্ট্র ! জয় শিবাজী !’’
रानी लक्ष्मीबाई के साहस,शौर्य और बलिदान को मैंने फ़िल्म के जरिए जिया है। दुख की बात यह है मुझे मेरे ही महाराष्ट्रा में आने से रोका जा रहा है मै रानी लक्ष्मीबाई के पद चिन्हों पर चलूँगी ना डरूंगी, ना झुकूँगी। गलत के ख़िलाफ़ मुख़र होकर आवाज़ उठाती रहूंगी, जय महाराष्ट्र, जय शिवाजी
কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ। অধ্যয়নের অভিযোগ ছিল, ‘‘কঙ্গনা নিজে মাদক নেন। আমাকেও মাদক নিতে বাধ্য করেন।’’
ये मुंबई में मेरा घर है,मैं मानती हूँ महाराष्ट्रा ने मुझे सब कुछ दिया है, मगर मैंने भी महाराष्ट्रा को अपनी भक्ति और प्रेम से एक ऐसी बेटी की भेंट दी है जो महाराष्ट्रा शिवाजी महाराज की जन्मभूमि में स्त्री सम्मान और अस्मिता केलिए अपना ख़ून भी दे सकती है, जय महाराष्ट्रा pic.twitter.com/BfBtaQ2CR0
অধ্যয়নের অভিযোগ তুলে ধরে মহারাষ্ট্র বিধানসভায় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের দাবি জানান দুই শিবসেনা বিধায়ক। তারপরই তদন্তের নির্দেশ। অধ্যয়নের অভিযোগ কিন্তু সেই ২০১৩ সালে। তা নিয়ে এখন তদন্ত কেন?
পাল্টা ট্যুইটে কঙ্গনার চ্যালেঞ্জ ছিল, ‘‘যদি কোনও মাদক পাচারকারীর সঙ্গে আমার যোগ রয়েছে বলে ধরা পড়ে তাহলে চিরকালের মতো মুম্বই ছেড়ে চলে যাব ৷ ’’
অভিনেত্রীর সদ্য খোলা মুম্বইয়ের অফিসের নির্মাণকাজ বন্ধেরও নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। অভিযোগ, অবৈধভাবে অফিসে নির্মাণকাজ চলছিল। ২৪ ঘণ্টার মধ্যে কঙ্গনাকে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ বিএমসির ৷ নোটিস পেতেই পালটা সুর চড়ান কঙ্গনা। তাঁর ট্যুইট, ‘‘বিএমসির কর্মীরা বুলডোজার নিয়ে আসেননি। সোশাল মিডিয়ায় আমার বন্ধুদের সমালোচনাকে ভয় পেয়েই বোধহয় শুধু নোটিস দিয়েছেন।’’
একাধিক চ্যালেঞ্জ সামনে রেখে আজ, বুধবার মুম্বই ফিরছেন কঙ্গনা। বিমানবন্দরে তাঁকে ঘিরে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তবে কঙ্গনা এখন ওয়াই প্লাস নিরাপত্তার বেষ্টনিতে ৷ মুম্বই ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে কঙ্গনা রানাউতকে। মঙ্গলবার ফের তা মনে করিয়ে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।