#মুম্বই: নির্ভয়াকাণ্ডে নির্ভায়ার মা-বাবাকে চার জন ধর্ষকদের ক্ষমা করার আর্জি জানিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ ৷ এবার আইনজীবী ইন্দিরাকে একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করার আর্জি জানানোয় আইনজীবী ইন্দিরার ওপর রীতিমতো ক্ষোভ প্রর্দশন করলেন কঙ্গনা ৷
কঙ্গনার কথায়, ‘ধর্ষকদের সেলেই রাখা উচিত ইন্দিরাকে ৷ ধর্ষকদের জন্ম দেন ইন্দিরার মত মানুষ ৷ ’
অন্যদিকে, নির্ভয়ার মা আশা দেবী সংবাদমাধম্যকে জানিয়েছেন, ‘কে এই ইন্দিরা দেবী ? গোটা দেশ তো ধর্ষকদের ফাঁসি চাইছে! এভাবে ধষর্কদের ক্ষমা করতে থাকলে, কখনই ধর্ষণ কমবে না এদেশে ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Indira Jaising, Kangana Ranaut, News, Nirbhaya Case