#মুম্বই: বলিটাউনের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াত! বিতর্ক কিছুতেই তাঁর পিছু ছাড়ে না! সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু, সেই যে তিনি দাঁত-নখ বের করে আক্রমণ শুরু করলেন, আর থামছেনই না! তাঁর আক্রমণের তালিকায় কে আছেন আর কে নেই? কাউকেই তিনি ছেড়ে কথা বলেন না! সেই লিস্টে নাম উঠেছে সাতে-পাঁচে না থাকা শাহিদ কাপুরের-ও! কারণ? তাঁর চুমু! কঙ্গনা জানালেন, শাহিদের সঙ্গে চুমুর (Kangana Ranaut Shahid Kapoor Kissing) অভিজ্ঞতা ভয়ানক, মনে পড়লে আজও তিনি শিউড়ে ওঠেন!
আরও পড়ুন: করিনা দুই ছেলের মা কে বলবে? এখনও ঝড় তুলতে পারেন বলিউডের বেবো
একটি সাক্ষাৎকারে বলিউডের ক্যুইন জানান, রঙ্গুন ছবিতে তাঁর আর শাহিদের মধ্যে একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল! চুমু খাওয়ার সেই যে অভিজ্ঞতা, তা আজও ভুলতে পারেন না তিনি (Kangana Ranaut Shahid Kapoor Kissing)! সেই চুমু তাঁর কাছে 'ট্র্যাজিক', কিন্তু কেন? কী এমন করলেন শাহিদ কাপুর যে তাঁর সোহাগ এতটাই না-পসন্দ হল 'ঝাঁসির রানি'-র? জানা যায়, শাহিদ কাপুরের গোঁফের জন্যই কঙ্গনার কাছে চুমুর (Kangana Ranaut Shahid Kapoor Kissing) অভিজ্ঞতা ছিল ভয়াবহ! কঙ্গনার ভাষায়, '' আমি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করা একদম পছন্দ করি না! ওই দৃশ্যগুলো শ্যুট করা সবথেকে কঠিন। কারও সঙ্গে কাজের সম্পর্ক, আচমকা তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া খুব কঠিন। ভেবেই দেখুন, একজনকে আপনি কাজের সূত্রে চেনেন, হঠাৎ দেখলেন, তাঁর ঠোঁট আপনার মুখের মধ্যে! তার উপর শাহিদের বিশাল গোঁফ! চুমু খাওয়ার সময় শুধু ঠোঁট না, শাহিদের গোঁফও আমার মুখে ঢুকে এসেছিল! অন্য লেভেলের ট্র্যাজেডি!''
আরও পড়ুন: ৪২ বছর বয়স হল, অনুষ্কার জন্যই কি এখনও বিয়ে করেননি সুপারস্টার প্রভাস?
সদ্য শুরু হয়েছে কঙ্গনার বহু প্রতীক্ষীত রিয়্য়ালিটি শো লক আপ (Lock Upp)। এই শোয়ের প্রথমদিন অভিনেত্রী রবীনা ট্যান্ডনের সঙ্গে কথা বলেন কঙ্গনা। আর তখনই পরোক্ষভাবে ক্যাটরিনাকে তোপ দাগেন বলিউডের রিভলভার রানি। কঙ্গনা (Kangana Ranaut) রবীনাকে (Raveena Tandon) বলেন, অন্য কেউ তাঁর মতো টিপ টিপ বরসা পানি গানে নাচতে পারবে না। ১৯৯৪ সালের ছবি মোহরা-তে এই গানে রবীনার নাচ সাড়া ফেলেছিল। ভেজা হলুদ শাড়িতে রবীনার লাস্যে ভরা নাচ আজও মুগ্ধ করে দর্শকদের। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি সূর্যবংশী-তে সেই গানটিই এক প্রকার পুনর্নির্মাণ করা হয়েছে। তবে এই গানে দেখা গিয়েছে ক্যাটরিনাকে নাচতে। হলুদ শাড়ির বদলে ক্যাটরিনার (Katrina Kaif) পরনে ছিল রুপোলি রঙের শাড়ি।z
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shahid Kapoor