#মুম্বই: সিনেমার শ্যুটিংয়ে ফের আহত হলেন কঙ্গনা রানাওয়াত ৷ ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে পায়ের গোড়ালিতে গুরুতর চোট খেলেন কঙ্গনা ৷ মঙ্গলবার যোধপুরে মেহড়গড়ে মণিকর্ণিকা দ্য কুইন অব ঝাঁসি ছবির শ্যুটিং করতে গিয়েই এই কাণ্ডটি ঘটালেন কঙ্গনা !
খবর অনুযায়ী, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ৪০ ফুট উঁচু একটি পাঁচিল থেকে লাফ দিচ্ছেন, এমন একটি সিকোয়েন্স-এর শুট চলছিল। সেই দৃশ্য শুট করার সময়ি ঘটে বিপত্তি। সে সময় কঙ্গনার পিঠে একটি বাচ্চা বাঁধা ছিল। তার যাতে কোনও চোট না লাগে সে দিকে নজর রাখতে গিয়েই নিজের ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন কঙ্গনা। ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে লাফিয়ে ঠিক ভাবে নামতে পারেননি অভিনেত্রী।