#মুম্বই: কঙ্গনা একেবারে যুদ্ধ দেহি অবতারে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে নেপোটিজম বিতর্ককে নিয়ে যেভাবে একা হাতে লড়ে যাচ্ছেন কঙ্গনা, তা দেখে বহু মানুষ যেমন খুশিও হচ্ছেন, তেমনি বলিউডে নিজের শত্রুতা বাড়িয়ে তুলেছেন কঙ্গনা ৷ একের পর এক যেভাবে বলিউডের বিগ স্টারদের নিয়ে সমালোচনা শুরু করেছেন কঙ্গনা, তাতে রীতিমতো আগুন লেগেছে বলিউডের ঝকমকে অন্দরমহলে ৷এতদিন নিজের সোশ্যাল মিডিয়াতেই মুখ খুলতেন কঙ্গনা ৷ এবার কঙ্গনা প্রকাশ্যে লড়াইয়ে নামলেন ৷ সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা টেনে নিয়ে আসলেন মহেশ ভাট, তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রিচা চাড্ডার মতো নাম ৷ আর তা থেকেই শুরু হল নতুন বিতর্ক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kangana Ranaut