• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘অনিল কাপুর বা মহেশ ভাটের মেয়ে নই আমি !’ ফের বিস্ফোরক কঙ্গনা

‘অনিল কাপুর বা মহেশ ভাটের মেয়ে নই আমি !’ ফের বিস্ফোরক কঙ্গনা

বিগ স্টারদের নিয়ে সমালোচনা শুরু করেছেন কঙ্গনা, তাতে রীতিমতো আগুন লেগেছে বলিউডের ঝকমকে অন্দরমহলে ৷

বিগ স্টারদের নিয়ে সমালোচনা শুরু করেছেন কঙ্গনা, তাতে রীতিমতো আগুন লেগেছে বলিউডের ঝকমকে অন্দরমহলে ৷

বিগ স্টারদের নিয়ে সমালোচনা শুরু করেছেন কঙ্গনা, তাতে রীতিমতো আগুন লেগেছে বলিউডের ঝকমকে অন্দরমহলে ৷

 • Share this:

  #মুম্বই: কঙ্গনা একেবারে যুদ্ধ দেহি অবতারে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে নেপোটিজম বিতর্ককে নিয়ে যেভাবে একা হাতে লড়ে যাচ্ছেন কঙ্গনা, তা দেখে বহু মানুষ যেমন খুশিও হচ্ছেন, তেমনি বলিউডে নিজের শত্রুতা বাড়িয়ে তুলেছেন কঙ্গনা ৷ একের পর এক যেভাবে বলিউডের বিগ স্টারদের নিয়ে সমালোচনা শুরু করেছেন কঙ্গনা, তাতে রীতিমতো আগুন লেগেছে বলিউডের ঝকমকে অন্দরমহলে ৷ এতদিন নিজের সোশ্যাল মিডিয়াতেই মুখ খুলতেন কঙ্গনা ৷ এবার কঙ্গনা প্রকাশ্যে লড়াইয়ে নামলেন ৷ সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা টেনে নিয়ে আসলেন মহেশ ভাট, তাপসী পান্নু, স্বরা ভাস্কর, রিচা চাড্ডার মতো নাম ৷ আর তা থেকেই শুরু হল নতুন বিতর্ক ৷ এই সাক্ষাৎকারেই কঙ্গনা বললেন, ‘তাপসী, রিচা ও স্বরা, আমাকে সাপোর্ট করবে না, তার কারণ তাঁদের কাজ করে খেতে হবে ৷ ওরাও আমার মতো আউট সাইডার ৷ ওদের সেই সাহস নেই ৷ আর আমিও তো মহেশ ভাট বা অনিল কাপুরের মেয়ে নই, যে বড় বাবা আছে, কমফোর্ট বাড়ি আছে ৷ তাই নিজের লড়াই লড়েই যেতে হবে ৷’

  Published by:Akash Misra
  First published: