#কলকাতা: টলিপাড়ায় নতুন টেনিদা। চিন্ময় রায়, শুভাশিস মুখোপাধ্যায়ের পর টেনিদার চরিত্রে কাঞ্চন মল্লিক। ছবির ঘোষণা হয়নি। তবে শুটিং লোকেশন থেকে ছবির গল্প, চরিত্রায়ন, সব তথ্যই নিউজ এইটিন বাংলার হাতে।
টলিপাড়ায় নতুন টেনিদা
গল্প- ঝাউবাংলো রহস্য
পরিচালক - সায়ন্তন ঘোষাল
টেনিদা - কাঞ্চন মল্লিক
ক্যাবলা- গৌরব চক্রবর্তী
হাবুল - সৌরভ সাহা
প্যালা - সৌমেন্দ্র
সাতকড়ি সাঁতরা - সব্যসাচী চক্রবর্তী
ঝুমুরলাল - অরিন্দোল বাগচি
খবর পাকা। তবে প্রযোজনা সংস্থার তরফে এখনও ঘোষণা হয়নি। ফলে স্পষ্ট করে মুখ খুলছেন না কেউই। তবে টেনিদা মানেই নস্ট্যালজিয়া, মানছেন কাঞ্চন।
বাঙালির কাছে পর্দায় টেনিদা মানেই চিন্ময় রায়। সেই নিয়ে কী মত নয়া টেনিদার?
ইতিমধ্যেই শুটিং লোকেশনের রেইকি করতে দার্জিলিঙে পৌঁছে গিয়েছেন পরিচালক সায়ন্তন ঘোষাল ও তাঁর টিম। ৫ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে শুটিং। মার্চ মাসে শুটিং কালিম্পং ও দার্জিলিঙে। নতুন টেনিদার ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমা ঘোষ ও মিঠু চক্রবর্তীকেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Kanchan mallick, Teni da