Home /News /entertainment /
রণবীর সিং দেশদ্রোহী! কে বললেন এই কথা?

রণবীর সিং দেশদ্রোহী! কে বললেন এই কথা?

ফের বিতর্কে অভিনেতা কমল আর খান ৷ ফের ট্যুইট করে নিজেই অশান্তি টেনে আনলেন জীবনে ৷

 • Share this:

  #মুম্বই: ফের বিতর্কে অভিনেতা কমল আর খান ৷ ফের ট্যুইট করে নিজেই অশান্তি টেনে আনলেন জীবনে ৷ আর এ ব্যাপারে এবার কমল টানলেন রণবীর সিংকে !

  সম্প্রতি শাহিদ কাপুরের জন্মদিনে অদ্ভুত এক পোশাক পরে হাজির হয়েছিলেন রণবীর সিং ৷ রণবীরের ফ্যাশন দেখে সবাই হতবাক ৷ এমনকী, রণবীরকে নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে বলিউডে ৷ এরই মাঝে ট্যুইট করে কমল আর খান বিতর্ক তুললেন রণবীরের পোশাক নিয়ে ৷

  rrr

  ট্যুইট করে কমল আর খান লিখলেন, ‘রণবীর সিংকে একেবারেই আইএসআইএসের মতো লাগছে !’

  তবে এই নিয়ে আপাতত কোনওরকম মন্তব্য প্রকাশ করেননি রণবীর সিং !

  First published:

  Tags: Bollywood, Ranveer Singh

  পরবর্তী খবর