corona virus btn
corona virus btn
Loading

গোমাংস খাইনি, কাজলের ভিডিও ভাইরাল !

গোমাংস খাইনি, কাজলের ভিডিও ভাইরাল !

যখন দেখলেন বিতর্ক ধীরে ধীরে বাড়ছে, তখনই সোশ্যাল নেটওয়ার্ক থেকে পোস্ট করলেন ডিলিট ৷

  • Share this:

#মুম্বই: যখন দেখলেন বিতর্ক ধীরে ধীরে বাড়ছে, তখনই সোশ্যাল নেটওয়ার্ক থেকে পোস্ট করলেন ডিলিট ৷ আর সোজাসাপটা ট্যুইটে সাফাইয়ে লিখলেন, ‘আমি গোমাংস খাইনি ৷ ওটা ভুলভাবে নেওয়া হয়েছে ৷ মাংসটা মহিষের ছিল !’

video kajal

গপ্পোটা হল, রবিবার দুপুর নাগাদ এক বন্ধুর রেস্তোরাঁর উদ্বোধনে পৌঁছেছিলেন কাজল ৷ সেখানেই বন্ধুর সঙ্গে একটি ভিডিও তুলে পোস্ট করেন সোশ্যাল নেটওয়ার্কে ৷ আর সেখানে বলা হয়, ‘প্লেটে রয়েছে গোমাংস, আমি হাত কেটে দেব শ্যেফের !’

কাজলের এই পোস্ট নিয়েই বলিউডে শুরু হয় বিতর্ক ৷ কথা ওঠে, কাজল রেস্তোরাঁয় পৌঁছে গোমাংস খেয়েছেন ৷ বিতর্ক যখন পারদের গতিতে চড়তে থাকে, তখন নিজেই এগিয়ে আসেন কাজল ৷ প্রথমে ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্ক থেকে ডিলিট করেন কাজল ৷ তারপর ট্যুইটে স্পষ্ট জানান, ‘আমি গোমাংস খাইনি !’

First published: May 1, 2017, 7:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर