# কলকাতা: কলকাতায় তার আগামী ছবি 'সালাম ভেঙ্কি' এর প্রচারে এসে কাজল জানালেন , ‘‘ছবি নিয়ে আমার অনেক ছুৎমার্গ রয়েছে। আমার আর্থিক স্বচ্ছলতা রয়েছে, তাই আমি ছবি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। পেশার প্রয়োজনে যে আমাকে শুধু সিনেমা করতে হবে তেমন কোনও বাধ্যবাধকতা নেই। তাই অনেক বাছাই করে ছবি করি এবং পরিচালক প্রযোজকদের মুখের উপর না বলার ক্ষমতা রাখি।’’ তিনি আরও বলেন, ‘' সালাম ভেঙ্কি'-র চিত্রনাট্য শুনে বড্ড ভাল লেগেছিল, তাই রেবতীর সঙ্গে কাজটি করতে রাজি হয়েছি। কিন্তু মাঝে অনেক ছবি ফিরিয়ে দিয়েছি মনে হয়েছে এগুলো আমার জন্য নয়।’’
তিনি আরও বলেন , ‘‘আমি যখন মা হয়েছিলাম তখন সিনেমা থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলাম। তারপরে ফিরে এসে দেখলাম আমি যে ধরণের ছবি করেছি এখন সেই সব ছবি আর করতে পারব না। তাই আমার মত করে বরং বলব আমাকে মানাবে এবং আমিও কম্ফর্টেবল এরকম চরিত্রের দিকেই ঝুকি। সালাম ভেঙ্কি' এর সব থেকে আকর্ষণীয় লাইন যেটা" জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে ,লম্বি নেহি। আমাকে খুব টেনেছিল.….."আমাকে ছবিটা করার জন্য উৎসাহিত করে। আনন্দ ছবির এই লাইনটির যথার্থ ব্যবহার রয়েছে এই ছবিতে। সেইটি আমি ও বিশাল, মা ও ছেলের সম্পর্কের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি এই ছবিতে। ছবিতে লড়াই এবং বাঁচার এক অদ্ভুত মনে রয়েছে। ছবিতে সুজাতা ও ভেঙ্কাটেশের লড়াই কোথাও যেন বেঁচে থাকার নতুন অর্থ দর্শকদের উপহার দেবে।’’
আরও পড়ুন - Quarter Final Line Up: ব্রাজিলের মিডফিল্ড মেশিন নেইমার তেলে দৌড়চ্ছে, জেনে নিন কোয়ার্টার ফাইনাল কবে কখন
কাজল আরও জানান, ‘‘আমি ছবি করার জন্য ছবি করি না। ছবিকে কাজ হিসেবেও মেনে করি না। আমি ছবি করি মনের আনন্দের জন্য। যেখানে অভিনয় শুধু কাজ হিসেবে ধরা দেবে আনন্দ দেবে না সেই অভিনয়ের আঙিনায় আমি নেই। আমি কাজ করব আমার শর্তে, আমার স্বার্থে অন্য কারও ইচ্ছে অনুযায়ী নয়।’’
আরও পড়ুন - Cyclone Mandaous : বঙ্গোপসাগরে ফুঁসছে নতুন সাইক্লোন, হু হু করে হাওয়া,প্রবল বৃষ্টিতে তোলপাড়ের আশঙ্কা
‘‘ভবিষ্যতে 'সলাম ভেঙ্কি' এর মত স্পর্শকাতর বিষয় বা একটু অন্য ধরনের ছবির চিত্রনাট্য পেলে আবারও আমাকে পর্দায় দেখতে পাবেন। প্রায় পাঁচ বছর পর কলকাতায় এলাম হয়তো তখনও আসবো আপনাদের কাছে নতুন ছবি নিয়ে। তবে কোন তাড়াহুড়ো নেই। ছবির ডায়লগের মতো জীবনটাকে বড় ক্যানভাসে নিয়ে বাঁচতে চাই।’’
Manash Basak
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।