#মুম্বই: মুক্তির আগেই খোঁচা খেল শাহরুখের রইস ! তাও আবার ভারতীয় জনতা পার্টির মহাসচীব কৈলাস বিজয়বর্গীর কাছ থেকে৷ ‘রইস’কে সমালোচনা করে, বিজয়বর্গী করলেন ফেসবুকে পোস্ট ৷ প্রায় সোজাসাপটায় দেশবাসীকে রইস ছবি দেখা থেকে দূরে থাকতে বললেন তিনি ৷ তবে এখানেই শেষ নয়, কথার ছলে বিজয়বর্গী জানিয়েদিলেন, শাহরুখের রইস নয়, বরং দেখুন হৃত্বিকের কাবিল !
ভারতীয় জনতা পার্টির মহাসচীব কৈলাস বিজয়বর্গী নিজের ছবি দিয়ে ফেসবুকে করলেন পোস্ট ৷ আর লিখলেন, ‘এখন দেশের কাবিল জনতা বিচার করবে ৷ কোনও বেইমান রইস যেন কাবিলের অধিকার ছিনিয়ে না নিতে পারে !’
শাহরুখ অভিনীত রইস ও হৃত্বিক অভিনীত কাবিল মুক্তি পাবে ২৫ জানুয়ারি ৷ এই দুই ছবি নিয়ে বক্স অফিসে হবে জম্পেস লড়াই ৷ শাহরুখের এই ছবিতে অভিনয় করেছেন এক পাকিস্তানি নায়িকা ৷ আর তা নিয়েই বিতর্ক উঠতে পারে দেখে আগেভাগেই নানা পদক্ষেপ নিয়েছেন শাহরুখ ৷ তবে বিজয়বজর্গীর এই ফেসবুক পোস্টে, নতুন করে বিতর্ক উঠতে পারে বলে মনে করছেন অনেকেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Bollywood, Face Book, Hrithik Roshan, Kaabil, Kailash Vijayvargiya, Raees, Shah Rukh Khan