Home /News /entertainment /
কহানি ২-এর পর এবার কহানি ৩ ?

কহানি ২-এর পর এবার কহানি ৩ ?

বলিউডে জোর গুঞ্জন ৷ কহানি ২-এর পর নাকি এবার আসতে চলেছে কহানি ৩ ! নতুন কহানির নাকি স্ক্রিপ্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বলিউডে জোর গুঞ্জন ৷ কহানি ২-এর পর নাকি এবার আসতে চলেছে কহানি ৩ ! নতুন কহানির নাকি স্ক্রিপ্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ তা এবার কী কী থাকছে কহানি ৩ তে?

  টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, কহানির প্রযোজক জয়ন্তীলাল গাডা জানিয়েছেন, ‘পরিচালক সুজয় ঘোষের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা হয়েছে ৷ এটাও থ্রিলার ছবি ৷ চিত্রনাট্যের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে ৷ চিত্রনাট্য ফাইনাল হওয়ার পরই স্টারকাস্ট ঠিক হবে ৷’

  কহানি-র প্রায় পাঁচ বছর পর বক্স অফিসে ফের আসে কহানি ২ দুর্গা রানি সিং ৷ তবে ছবিতে বিদ্যা বালন ও অর্জুন রামপালের অভিনয় প্রশংসা পেলেও, ছবি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ৷ সমালোচকরা মনে করছেন, কহানির কাছে কহানি ২ নেহাৎ বাচ্চা ৷

  অন্যদিকে বিদ্যা বালন এখন ব্যস্ত কমলা দাসের বায়োপিকের শ্যুটিং ৷

  First published:

  Tags: Bollywood, Kahani 2, Kahani 3

  পরবর্তী খবর