• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের বেজায় ঝামেলা, এই ভিডিও থেকেই শুরু জল্পনা

ঐশ্বর্যার সঙ্গে অভিষেকের বেজায় ঝামেলা, এই ভিডিও থেকেই শুরু জল্পনা

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: দীর্ঘ ছুটি কাটিয়ে গত সোমবার মুম্বই ফিরেছেন অভিষেক এবং ঐশ্বর্যা। সঙ্গে ছিল আরাধ্যাও। কিন্তু ফেরার পথে নাকি দম্পতির ঝগড়া হয়েছিল? এ হেন খবরে মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিষেক।

  তিনি ট্যুইট করেন, ‘‘শ্রদ্ধার সঙ্গেই বলছি, দয়া করে ভুল খবর প্রকাশ করবেন না। আমি বুঝতে পারি যে সারাক্ষণ পোস্ট করার তাগিদ থাকে। কিন্তু খবর প্রকাশের ক্ষেত্রে আপনারা যদি দায়িত্বের পরিচয় দেন তা হলে সত্যিই তা প্রশংসনীয়। ধন্যবাদ।’’

  বলি সূত্রের খবর, বিমানবন্দরে অভিষেক-ঐশ্বর্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে দু’জনে হেঁটে আসছেন। আর তার পরই নাকি ওই খবর প্রকাশিত হয়। তবে অভিষেকের ট্যুইটের পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ওই খবর সরিয়ে দিয়েছে বলে খবর।

  First published: