Home /News /entertainment /
Tollywood: আড়ি ছিল, তবে এখন ভাব- বিগবসের খারাপ স্মৃতি ভুলে মুখোমুখি জয়জিৎ-ঋ

Tollywood: আড়ি ছিল, তবে এখন ভাব- বিগবসের খারাপ স্মৃতি ভুলে মুখোমুখি জয়জিৎ-ঋ

Joyjitt Banerjee-Rii sen: সময় ক্ষতে প্রলেপ লাগায়৷ আর আমরা আসলে এগিয়ে যেতেই অভ্যস্ত৷ আজ আর কোনও খারাপ স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চান না জয়জিৎ আর ঋ৷ বরং দুজনেই ভাবছেন, 'যাক অবসাদ বিষাদ কালো''...

  • Share this:

আসবে পথে আঁধার নেমে, তাই ব’লেই কী রইবি থেমে—

এক বাড়িতে টানা প্রায় ১০০দিন৷ যেখানে বিনোদনের ন্যূনতম সুযোগ নেই৷ বিনোদন তো অনেক দূরের কথা৷ ঘড়িও সেখানে বন্ধ৷ সময়ের চাবি কোনও এক অদৃশ্য রক্ষকের হাতে৷ বিগবস! গায়ে কাঁটা দেওয়া একটা শো। যেখানে বন্ধুবিচ্ছেদ হয়েছে। আবার নতুন বন্ধুও হয়েছে। তবে বিগবস বাংলা সিজন টু-এর বিজেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বরাবরই বলে এসেছেন সবটাই খেলা৷ কোনওকিছু মনের ভিতরে তিনি নেন না৷ আর সত্যিই যে তিনি পুরনো দ্বন্দ্ব ভুলে গিয়েছেন তার প্রমাণ দিলেন আরও  একবার৷

আরও পড়ুন: অসুস্থ তাই দলীয় বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল

টুম্পা অটোওয়ালি ধারাবাহিক চমকে দিয়েছে দর্শকদের৷ স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বিগবসের দুই তাবড় প্রতিযোগী জয়জিৎ ও ঋ৷ এ কী করে সম্ভব! না, আপাতত মনে কোনও মেঘ নেই তাঁদের৷ বরং পেশার খাতিরে একসঙ্গে কাজ করে তাঁরা খুশিও৷ দুজনেই এমনটা মনে করছেন৷

আরও পড়ুন: পছন্দ হল দলীয় অফিস, আগামী দিনে এই অফিসও থাকতে পারে, জল্পনা দলনেত্রীর কথায়

কাজের ক্ষেত্রে ঋ শক্ত ভিত তৈরি করেছেন বহুদিন৷ প্রতি ক্ষেত্রে তাঁর স্পোর্টিং স্পিরিট দেখেছেন দর্শকেরা৷  বড় পর্দা হোক বা ছোট পর্দা, একের পর এক ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করেছেন ঋ৷ ব্যক্তিজীবনকে কাজের জগৎ থেকে দূরে সরিয়ে রাখাই যে আসল পেশাদার অভিনেতার কাজ, তা আবার প্রমাণ করে দিলেন এই দুজন৷

একজন মহিলা অটোচালকের গল্প  এটি৷ মেয়েরা আদপে কোনও দিকেই পিছিয়ে নেই- এই বার্তা নিয়েই শুরু হচ্ছে ধারাবাহিক৷ টুম্পা একজন মানবিক অটোচালকও বটে৷ তিনি সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেও পিছপা হন না৷ এই ধারাবাহিকের দুটি চরিত্রেই থাকবেন জয়জিৎ ও ঋ৷  ইতিমধ্যেই দেখা গিয়েছে, বাংলা ধারাবাহিকের মহিলা চরিত্রেরা কেউ বা মিষ্টি বিক্রি করছে, কেউ বা দশকর্মা ভাণ্ডার, মুদি, তেলেভাজার দোকান চালাচ্ছে। এ'বার অটো চালাবে ছোট পর্দার আরেক চরিত্র 'টুম্পা'।

সময় ক্ষতে প্রলেপ লাগায়৷ আর আমরা আসলে এগিয়ে যেতেই অভ্যস্ত৷ আজ আর কোনও খারাপ স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চান না জয়জিৎ আর ঋ৷ বরং দুজনেই ভাবছেন, 'যাক অবসাদ বিষাদ কালো''...

Published by:Rachana Majumder
First published:

Tags: Bengali Serial, Tollywood

পরবর্তী খবর