#কলকাতা: '' আযা ডুব যাউ তেরে আখোঁ কি ওশন- মে, স্লো মোশন-মে'... জলের তলায় নাচ 'ঝুমা বৌদি' খ্যাত মোনালিসার।
ভিডিওটিতে দেখা যায় একটা কাঁচের ট্যাঙ্কে আবক্ষ ডুবে রয়েছেন মোনালিসা। পরনে কালো ট্র্যাক ও শর্ট টপ। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান... এই অবস্থাতেই দিব্য 'স্লো মোশন'-এ নাচছেন সুন্দরী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেই, ক্যাপশনে লিখেছেন 'স্লো মোশনে ডুবে যাব'...
দেখুন সেই 'ভাইরাল' ভিডিও--
'দুপুর ঠাকুরপো' সিজন ২-এ মোনালিসার জলওয়া আজও ভোলেননি বাঙালি। এই ভিডিওটিও ব্যপক সাড়া ফেলেছে! কোনও থেরাপি বা এক্সারসাইজ, না এমনিই জলে ডুবে নাচ ? নায়িকার 'নৌটঙ্কি' নিয়ে নানা মুণির নানা মত! ইদানীং একাধিক শো নিয়ে ব্যস্ত মোনালিসা। সম্প্রতি 'নাচ বলিয়ে'-র মঞ্চেও দেখা যায় তাঁকে।হিন্দি মেগা 'নজর'-এও দেখা মিলেছে মোনালিসার।