Home /News /entertainment /
করোনা রিপোর্ট নেগেটিভ জয়া,শ্বেতা ও নব্যা-অগ্যস্ত নন্দার

করোনা রিপোর্ট নেগেটিভ জয়া,শ্বেতা ও নব্যা-অগ্যস্ত নন্দার

১০ বছরের আরাধ্যা ও বচ্চন পুত্রবধূর ঐশ্বর্যের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷

 • Share this:

  #মুম্বই: অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের পর এবার করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন ৷  করোনা টেস্টের দ্বিতীয় রিপোর্টে পজিটিভ ঐশ্বর্য রাই বচ্চন ও বেবি আরাধ্যা বচ্চন ৷ অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবারই বচ্চন পরিবারের বাকি সদস্যদের ইনস্ট্যান্ট করোনা টেস্ট করা হয় ৷ সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পুত্রবধূর ঐশ্বর্যের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ তবে অন্যদিকে, করোনার পরীক্ষা করা হয় জয়া বচ্চন ও অমিতাভ কন্যা শ্বেতা বচ্চনেরও৷ লালারস পরীক্ষা করা হয় অমিতাভের নাতি অগ্যস্ত নন্দা ও নাতনি নব্যা নভেলি নন্দারও ৷ তবে এই চারজনেরই রিপোর্ট আসে নেগেটিভ ৷

  Published by:Akash Misra
  First published:

  Tags: Amitabh Bachchan, Coronavirus

  পরবর্তী খবর