• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মুসলিম মেয়েকে ভালোবাসায় খুন দিল্লির যুবক, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ জাভেদ আখতারের

মুসলিম মেয়েকে ভালোবাসায় খুন দিল্লির যুবক, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ জাভেদ আখতারের

লাভ জেহাদের ঘটনায় ফের বলি দিল্লির যুবকের ৷ যুবকের নাম অঙ্কিত সাক্সেনা ৷

লাভ জেহাদের ঘটনায় ফের বলি দিল্লির যুবকের ৷ যুবকের নাম অঙ্কিত সাক্সেনা ৷

লাভ জেহাদের ঘটনায় ফের বলি দিল্লির যুবকের ৷ যুবকের নাম অঙ্কিত সাক্সেনা ৷

 • Share this:

  #নয়াদিল্লি: লাভ জেহাদের ঘটনায় ফের বলি দিল্লির যুবকের ৷ যুবকের নাম অঙ্কিত সাক্সেনা ৷ এই ঘটনায় ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার ৷

  ট্যুইট করে জাভেদ লিখলেন,

  ‘অঙ্কিতের হত্যা, মানুষের সবচেয়ে নিকৃষ্ঠতম কাজ ৷ এই হত্যায় ভারতীয়দের মাথা নিচু হয়ে যায় বিশ্বের কাছে ৷ মানুষের কুৎসিত রূপ ফুটে ওঠে এই হত্যার মধ্যে দিয়ে ৷ মানুষ আজ মানবিকতা হারিয়ে ফেলেছে ৷ অঙ্কিত তো শুধু প্রেম করেছিল৷ ভালোবেসে ছিল, তাঁর প্রতিদান কী মৃত্যু হতে পারে !’

    পেশায় ফোটোগ্রাফার অঙ্কিত প্রায় তিন বছর ধরে একটি মুসলিম মেয়ের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন অঙ্কিত ৷ মেয়েটির পরিবার থেকে বহুবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ছেলেটির পরিবারে ৷ শেষমেশ মেয়েটির বাবা, মা, ও কাকার হাতে খুন হতে হল অঙ্কিতকে ৷  একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, পুলিশের হাতে ধরা পড়েছে মেয়েটির বাবা, মা ও কাকা ৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ৷
  First published: