Home /News /entertainment /
নেটফ্লিক্সে আসছে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’

নেটফ্লিক্সে আসছে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’

এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল জাহ্নবী কাপুরের পরের ছবি গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল ৷

  • Share this:

#মুম্বই: করোনার প্রকোপ ৷ করোনা মোকাবিলায় লকডাউন৷ বন্ধ রয়েছে সিনেমাহল ৷ মার্চ মাস থেকেই বড়সড় ক্ষতির মুখ দেখেছে বিনোদন জগত ৷ একের পর এক মহাবাজেট সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুনছে ৷ তবে কবে সিনেমাহল খুলবে? দর্শক কি আগের মতো হলে গিয়ে সিনেমা দেখবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত প্রযোজক, পরিচালক ও অভিনেতারা ৷ আর এরই মাঝে নেটফ্লিক্স, অ্যামাজনের মধ্যে দিয়ে একে একের মুক্তি পেতে চলেছে  বলিউডি ছবি ৷

১২ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সুজিত সরকারের ছবি গুলাবো সিতাবো ৷ অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার এই ছবির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেমাপ্রেমীরা ৷ এর আগে ছবির মুক্তির এক সপ্তাহের মধ্যেই হটস্টারে চলে আসে ইরফান খানের শেষ ছবি অংরেজি মিডিয়াম ৷

এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল জাহ্নবী কাপুরের পরের ছবি গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল ৷ নেটফ্লিক্সেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এ খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন করণ জহর, জাহ্নবী কাপুর ৷ ছবির টিমকে সাপোর্ট করতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার শেয়ার করলেন অনুষ্কা, ক্যাটরিনা, অর্জুন কাপুরেরা ৷

দেখুন সেই পোস্ট--

Published by:Akash Misra
First published:

Tags: Gunjan, Gunjan Saxena, Janhvi Kapoor, The Kargil Girl To Release On Netflix