Home /News /entertainment /
শ্রীদেবী কন্যা জাহ্নবী প্রেগন্যান্ট ! সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

শ্রীদেবী কন্যা জাহ্নবী প্রেগন্যান্ট ! সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

 • Share this:

  #মুম্বই: ট্রোল হওয়াটা সেলেবরা যেন জলভাত করে ফেলেছেন ৷ আর তাই তো ট্রোলের যুগের শুরুর দিকে তাও একটু আধটু মুখ খুললেও, ইদানিং ট্রোল হওয়াটাকে জাস্ট অবহেলা করে চলেছেন বলিউড সেলেবরা ৷ এই যেমন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কুৎসিতভাবে ট্রোল হয়েও মুখে কুলুপ এঁটেছেন !

  গপ্পোটা হল, কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে অদ্ভুত ট্রেন্ড ৷ কথা নেই বার্তা নেই হঠাৎই নেটিজেনরা শুরু করলেন জাহ্নবী কাপুরকে নিয়ে সমালোচনা ৷ জাহ্নবী ট্যুইটারে, ইনস্টাগ্রামে, যেখানে পেড়েছেন সেখানেই করে চলেছেন কুরুচিকর মন্তব্য ৷

  জাহ্নবী নাকি প্রেগন্যান্ট ! ব্যস, এক নেটিজেন যেই না করলেন মন্তব্য, অমনি ঝড়ের বেগে এগিয়ে চলল কমেন্টের পর কমেন্ট !

  তবে শুধু জাহ্নবীই নয়, এর সঙ্গে ঢুকে পড়েছিলেন করিনা কাপুর খানও ৷ করিনা নাকি আন্টি ! যিনি নাকি টিনএজার সাজার চেষ্টা করে চলেছেন ! তবে করিনা হোক বা জাহ্নবী কেউ-ই বিশেষ পাত্তা দিচ্ছেন না এই ট্রোলকে ৷

  First published:

  Tags: Bollywood, Janhvi Kapoor, Kareena Kapoor

  পরবর্তী খবর