Home /News /entertainment /
বিপদের মুখে শ্রীদেবী কন্যা জাহ্নবী ! ডিলিট করলেন ইনস্টাগ্রামের সব ছবি

বিপদের মুখে শ্রীদেবী কন্যা জাহ্নবী ! ডিলিট করলেন ইনস্টাগ্রামের সব ছবি

Photo : Instagram

Photo : Instagram

দেখুন কী অবস্থা ! সবে বলিউডে পা দিয়েই, বিপদের মুখে পড়লেন ৷ আর এমন বিপদ এল শ্রীদেবী কন্যা জাহ্নবীর সামনে, যে কোনও উপায় না পেয়ে সোজা ইনস্টাগ্রামের সব ছবি ডিলিট

 • Share this:

  #মুম্বই: দেখুন কী অবস্থা ! সবে বলিউডে পা দিয়েই, বিপদের মুখে পড়লেন ৷ আর এমন বিপদ এল শ্রীদেবী কন্যা জাহ্নবীর সামনে, যে কোনও উপায় না পেয়ে সোজা ইনস্টাগ্রামের সব ছবি ডিলিট ! না, এ কোনও বলিউডের গুঞ্জন নয়, বরং ছবি ডিলিটের কথা খোদ স্বীকার করলেন জাহ্নবী !

  খবরটা হল, সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী কাপুর ও ইশান খট্টর ৷ আর সেই সাক্ষাৎকারেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার নিয়ে কথা উঠতেই জাহ্নবী জানালেন, ‘কয়েকমাস আগে আমি ইনস্টাগ্রাম থেকে বেশিরভাগ ছবি ডিলিট করে দিয়েছি !’ তা হঠাৎ এমন কেন করলেন জাহ্নবী?

  উত্তরে শ্রীদেবী কন্যা জানিয়েছেন, ‘প্রথমে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ছিল প্রাইভেট ৷ তখনও ধড়কের শ্যুটিং চলছে ৷ তবে ধড়কের ট্রেলার সামনে আসতেই, আমাকে বলা হল ইনস্টাগ্রামকে প্রাইভেট থেকে সরাতে হবে ৷ আমি ঠিক করি, আমার সব ব্যক্তিগত ছবি, ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেব ৷ তাই প্রথমে সব ছবি ডিলিট করি ৷ তারপর ইনস্টাগ্রামকে প্রাইভেট থেকে জেনারেল করে ফেলি ৷’

  বলিউডের নায়ক-নায়িকাদের ছবি নিয়ে ট্রোলড হওয়ার ঘটনা এখন হামেশাই ঘটে ৷ হয়তো সেই কারণেই জাহ্নবী ডিলিট করলেন ইনস্টাগ্রামের ছবি ৷ আপাতত, ইনস্টাগ্রামে জাহ্নবীর ফলোয়ার সংখ্যা ১.৯ মিলিয়ান ৷

  ‘ধড়ক’ ছবিটি মুক্তি পাবে ২০ জুলাই ৷ মারাঠি ছবির ‘সাইরাত’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি ৷

  আরও পড়ুন 

  শর্মিলার থেকে জনপ্রিয় তৈমুর আলি খান ! বলছেন ঠাকুমা নিজেই

  First published:

  Tags: Bollywood, Janhvi Kapoor

  পরবর্তী খবর