#মুম্বই: ঝুলিতে মাত্র দু'টি ছবি৷ তাতে কী! মুম্বইয়ের জুহুতে ৩৯ কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনে ফেললেন জাহ্নবী কাপুর৷ এমনটাই রিপোর্ট প্রপার্টি ওয়েবসাইট স্কোয়ার ফিট ইন্ডিয়ার৷
শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা ১৫, ১৬ ও ১৭ তলা মিলিয়ে একটি ট্রিপলেক্স কিনেছেন জেভিপিডি প্রকল্পের আওতায়৷ সেলেবদের কাছে এই প্রকল্প অত্যন্ত জনপ্রিয়৷ বছর তেইশের জাহ্নবী ইতিমধ্যে ৭৮ লক্ষ টাকা দিয়ে বাড়ির রেজিস্ট্রেশনও সেরে ফেলেছেন৷ তাঁর তিন তলা জুড়ে থাকা অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়া ৩,৪৫৬ স্কোয়ারফুট৷ কার পার্কিংয়ে ৬টি গাড়ি রাখার জায়গা দেওয়া হয়েছে তাঁকে৷ জাহ্নবীর এই অ্যাপার্টমেন্টে অনেক সেলেব থাকতে শুরু করেছেন বলেই খবর৷
শুধু বাড়ি কেনার জন্যই নয়, কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমে থাকার জন্যও জাহ্নবী খবরে এসেছেন৷ যাঁরা এই মুহূর্তে গোয়ায় ছুটি কাটাচ্ছেন৷ কার্তিক-জাহ্নবীর গোয়ায় ছুটি কাটানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় লিক হওয়ার পরই ভাইরাল হয়েছে৷ দিন কয়েক আগেই কার্তিক আরিয়ান, জাহ্নবী ও তাঁদের বোন খুশি কে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল৷ তাঁদের একসঙ্গে দেখার পরেই ফ্যানদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল যে তাঁদের মধ্যে কোনও চক্কর চলছে৷ একটি ফুড জয়েন্টেও জাহ্নবী ও কার্তিককে এক সঙ্গে দেখা গিয়েছে৷ কার্তিক ও জাহ্নবী এই মুহূর্তে দোস্তানা ২ -একসঙ্গে অভিনয় করছেন৷ তবে শ্যুটিং শুরু হয়নি এখনও৷
নতুন বছরে বি-টাউনের অনেকই নতুন বাড়ি কিনছেন৷ তালিকায় বলিউড সুপারস্টার হৃতিক রোশন থেকে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের নাম রয়েছে৷ ঊর্মিলা যদিও বাড়ি কিনে বিতর্কে নাম জড়িয়েছেন৷ ৩ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে ট্যুইটারে তাঁকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। তিনি বোঝাতে চেয়েছিলেন যে, রাজনীতিতে যোগ দেওয়ার সুবাদেই এত বড় অঙ্কের ফ্ল্যাট কিনতে পেরেছেন ঊর্মিলা৷ যদিও কঙ্গনার মুখ বন্ধ করে দিয়ে নয়ের দশকের জনপ্রিয় নায়িকা বলেন যে, রাজনীতিতে আসার আগেই তিনি এই ফ্ল্যাট কিনেছেন। আর কঙ্গনাকে সেটা দেখিয়ে দিতে চান৷ এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী৷