#মুম্বই: বিতর্কে জড়িয়ে বার বার খবরের শিরোনামে উঠে আসছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। কিন্তু এবার এক চমকে যাওয়ার মতো খবর দিলেন অভিনেত্রী। তাঁর মিউজিক ভিডিও মুড় মুড় কে-র ফার্স্ট লুক শেয়ার করলেন জ্যাকলিন। আর এই মিউজিক ভিডিওর সবচেয়ে বড় চমক হলেন '365 Days'-এর অভিনেতা মিকেল মোনোরে (Michele Morrone)।
জ্যাকলিন (Jacqueline Fernandez) নিজেই সেই মিউজিক ভিডিওর ফার্স্ট লুক শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "ইটস গেটিং হট ইন হিয়ার"। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই গানটি গেয়েছেন নেহা কক্কর ও টোনি কক্কর। নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি '365 days'. সেই ছবির নায়ক মিকেল মোনোরে। এই ছবিতে মিকেলকে দেখে বিগলিত হয়েছিল বহু নারীমন। সেই অভিনেতা এবার ভারতের মিউজিক ভিডিওতে কাজ করছে বলে তাঁর অনুরাগীরাও উচ্ছসিত।
আরও পড়ুন: হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন নোরা ফাতেহি! নেটিজেনদের চমকে দিলেন সুন্দরী
ছবিতে জ্যাকলিনের সঙ্গে মিকেলের রসায়ন মুগ্ধ করেছে নেটিজেনদের। জ্যাকলিন (Jacqueline Fernandez) ফার্স্ট লুকের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "একটি হট খবর ব্রেক করছি। আন্তর্জাতিক সেনসেশন মিকেল মোনোরের ভারতের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তার ফার্স্ট লুক। ব্যাপারটা খুব হট হয়ে উঠছে এখানে।" এই মিউজিক ভিডিওর টিজার মুক্তি পাবে আগামী ৮ ফেব্রুয়ারি।
View this post on Instagram
মিকেল মোনোরে (Michele Morrone) ইটালির একজন অভিনেতা, গায়ক, ফ্যাশন ডিজাইনার ও মডেল। নেটফ্লিক্সের ছবিতে অভিনয় করার পরে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন সুদর্শন অভিনেতা। এবার ভারতেও নিজের কাজের ছাপ রাখতে চলেছেন তিনি। মিকেলও ফার্স্ট লুক শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেৱ, "ইন্ডিয়া আমি আসছি। জ্যাকলিনের সঙ্গে আমার আসন্ন মিউজিক ভিডিও মুড় মুড় কে-র ফার্স্ট লুক এবার দেখুন আপনারা।"
কাজের দিক থেকে জ্যাকলিনের হাতে আছে অক্ষয় কুমারের সঙ্গে রাম সেতু ও বচ্চন পাণ্ডের মতো কিছু ছবি। এছাড়া রণবীর সিং ও জন আব্রাহামের সঙ্গেও কিছু কাজ করবেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jacqueline Fernandez