• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • দাম্পত্যের ‘খুজলি’, দর্শক দেখল ৫ লাখ !

দাম্পত্যের ‘খুজলি’, দর্শক দেখল ৫ লাখ !

২৫ বছর বিয়ের পর কী প্রেম থাকে স্বামী-স্ত্রীর মধ্যে ? নাকি সংসারের চাপে হারিয়ে যায় সব ৷

২৫ বছর বিয়ের পর কী প্রেম থাকে স্বামী-স্ত্রীর মধ্যে ? নাকি সংসারের চাপে হারিয়ে যায় সব ৷

২৫ বছর বিয়ের পর কী প্রেম থাকে স্বামী-স্ত্রীর মধ্যে ? নাকি সংসারের চাপে হারিয়ে যায় সব ৷

 • Share this:

  #মুম্বই: ২৫ বছর বিয়ের পর কী প্রেম থাকে স্বামী-স্ত্রীর মধ্যে ? নাকি সংসারের চাপে হারিয়ে যায় সব ৷ তবে সুযোগ পেলে কী ফের সেই রোমান্স তৈরি হতে পারে স্বামী-স্ত্রীর মধ্যে ? আর সুযোগ পেলে !

  এরকমই এক বিষয় ইউটিউবে শর্ট ফিল্ম নিয়ে এলেন পরিচালক সোনম নায়ার ৷ ছবির নাম ‘খুজলি’ ৷ ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা ও জ্যাকি শ্রফ ৷

  ছবির গল্পে জ্যাকি শ্রফ ও নীনা গুপ্তা বিয়ে হয়ে গিয়েছে ২৫ বছর হল ৷ সংসারের চাপে জীবন থেকে প্রেম হারিয়েছে তাদের ৷ শুধু রয়েছে গিয়েছে জ্যাকি শ্রফের চুলকানির সমস্যা ৷ হঠাৎই তারা ছেলের ঘর থেকে খুজে পায় ‘যৌনতায় ব্যবহৃত হ্যান্ড কাপ’ ৷ তা দেখেই ফের নিজেদের মধ্যে নতুন করে প্রেম শুরু করার চেষ্টা করেন জ্যাকি ও নীনা ? তারপর যা ঘটে তাই ছবির বিষয় ৷

  ছবিটি মুক্তির এক দিনের মধ্যেই ৫ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন ৷ পরিচালক সোনম জানিয়েছেন, ‘এরকম সাফল্য আসবে আগে ভাবতে পারেনি ৷ শর্ট ফিল্ম করার উৎসাহ আরও বেড়ে গেল !’

  First published: