Jab Harry Met Sejal movie review: এবারটাও পারলেন না শাহরুখ খান!

Jab Harry Met Sejal movie review: এবারটাও পারলেন না শাহরুখ খান!
দেখা করতে চেয়েছিলেন সেজলের সঙ্গে, কিন্তু হ্যারি পড়ল মুখ থুবড়ে !

দেখা করতে চেয়েছিলেন সেজলের সঙ্গে, কিন্তু হ্যারি পড়ল মুখ থুবড়ে !

 • Share this:

  #কলকাতা: দেখা করতে চেয়েছিলেন সেজলের সঙ্গে, কিন্তু হ্যারি পড়ল মুখ থুবড়ে ! না শাহরুখের নতুন ছবি ‘জব হ্যারি মেট সেজল’ ছবির এ কোনও দৃশ্য নয়, বরং হ্যারি-র চরিত্রে চল্লিশোর্ধ শাহরুখের বক্স অফিসে ফের মুখ থুবড়ে পরাই এই ছবির নিয়তি ! কথা হল একের পর এক চেষ্টা ৷ সেই কাজলকে কামব্যাক করিয়ে রোহিত শেট্টি-র ‘দিলওয়ালে’ ৷ তারপর ‘ফ্যান’, আলিয়াকে সঙ্গে নিয়ে ডিয়ার জিন্দেগি ৷ সব কটাই বক্স অফিসে সাফল্য দেখে অধরা ৷ আর এবারওটা পারলেন না শাহরুখ ৷ এবারওটা চিত্রনাট্যের হাতে পরে দুর্বল হয়ে পড়ল শাহরুখ ম্যাজিক ! এমনকী, ইমতিয়াজের হটকে লাভস্টোরিও ফেরাতে পারল না শাহরুখের ভাগ্য ৷ ভাবছেন ‘জব হ্যারি মেট সেজল’ এতটাই খারাপ ছবি ? উত্তর হল, শাহরুখের কপাল ফেরানোর জন্য মোটেই সঠিক নয় এই ছবি ৷ আর অনুষ্কার উর্ধ্বমুখী কেরিয়ারের জন্যও ইমতিয়াজের এই ছবি বেশ ক্ষতিকারক ! আর ইমতিয়াজ? দর্শক এখনও তার জব উই মেট, ককটেলে আটকে ! তাই ইমতিয়াজের এই নতুন প্রেম তামাশা-ও নতুন কোনও স্বাদ দিতে ব্যর্থ ৷

  গল্পটা একটু ছুঁয়ে দেওয়া যাক ৷ একটা এনগেজমেন্টের আংটি আর নায়িকার সেই আংটি হারিয়ে গেল ইউরোপ ঘুরতে গিয়ে ৷ আর এই সময় একমাত্র পাশে দাঁড়াল ট্যুরিস্ট গাইড ৷ ব্যস, আংটি খোঁজার বাহানায় ‘ট্রু লাভ’ খোঁজার পালা ৷

  মোদ্দা কথা বলতে গেলে, ইমতিয়াজ আলির এই নতুন ছবির গল্পে, কোনও নতুনত্ব নেই ৷ সেই একজন মেয়ে, যে আগে থেকে বাগদত্তা, সে নতুন করে প্রেমে পড়ে যায় নায়কের ৷ আর নায়কও সেই প্রেমকে সফল করতে প্রথমে আত্মত্যাগ, পরে পাগলপাড়া প্রাণ!


  তবে এই দোষ যে একমাত্র যে ইমতিয়াজের গল্পে, তা কিন্তু একেবারেই নয় ৷ বরং শাহরুখের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে প্রায় বলিউডের বেশিরভাগ বলিউডি রোমান্টিক ছবির এটাই একমাত্র কাব্য ৷ আর সেই পুরনো কাব্যই ‘জব হ্যারি মেট সেজল’--এ নতুন নামকরণ পেয়েছে ৷

  এই ছবির একমাত্র শক্তপোক্ত জায়গা হল শাহরুখ ও অনুষ্কা ৷ এই দু’জনের অভিনয়ের জন্য গোটা ২ ঘণ্টা ২৪ মিনিট ধরে ছবিটা দেখা যায় ৷ ছবির গান তেমন কানে ধরে না ৷ ছবির সিনেম্যাটোগ্রাফি খুব সুন্দর ৷ শাহরুখের পাশে অনুষ্কা একই রকম৷ গুজরাতের মানুষের আদব-কায়দা বেশ ভালো মতই রপ্ত করেছেন অনুষ্কা ৷ তবে গোটা ছবি দেখে এটা স্পষ্ট, যে শাহরুখ অনেকটা পুরনো মদের মতো, যত বয়স বাড়ছে আরও নেশা ধরাচ্ছেন দর্শকদের ৷ আর তিনিই যে এখনও বলিউডি রোমান্সে সেরা ৷ সেটাও প্রমাণিত এবং জব হ্যারি মেট সেজল থেকে এটাই একমাত্র প্রাপ্তিও বটে !

  First published: