#মুম্বই: ঠাকুমা মহানায়িকা সুচিত্রা সেন ৷ মা মুনমুন সেন ও দিদি রাইমা সেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ৷ নিজেও বেশ কয়েকটি ছবি করেছেন, তবে সেভাবে সাফল্য আসেনি রিয়া সেনের কেরিয়ারে ৷ নিজের ফিল্ম কেরিয়ার নিয়ে বলতে গিয়ে ‘সেক্সি’ ট্যাগকে দোষী করলেন সুন্দরী ও মিষ্টি অভিনেত্রী রিয়া ! পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানালেন, ‘এই সেক্সি ও বোল্ড ট্যাগ নিয়ে থাকা বেশ ভয়ঙ্কর !’সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানালেন, ‘বোল্ড, সেক্সি এই সব ট্যাগ খুবই ভয়ঙ্কর ও দুঃখজনক ৷ যাকে নিয়ে বেঁচে থাকাটা একটা আলাদা চাপ ৷ এটা নতুন নয়, সেই স্কুলে পড়ার সময় থেকেই এই ট্যাগ লাগা শুরু হয়ে গিয়েছিল ৷ যখনই বাইরে বের হতাম, লোকের চোখে সেটা দেখতে পেতাম ৷ সবাই ভাবত অনস্ক্রিনের রিয়া আর বাস্তবের রিয়া একই রকম ৷ কিন্তু সেটা তো সত্যি নয় ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Riya Sen