corona virus btn
corona virus btn
Loading

রণং দেহি-রুদ্রমূর্তিতে হাতে কাস্তে নিয়ে দৌড়ে আসছেন অভিনেত্রী, হাড়হিম করা ভিডিও ভাইরাল

রণং দেহি-রুদ্রমূর্তিতে হাতে কাস্তে নিয়ে দৌড়ে আসছেন অভিনেত্রী, হাড়হিম করা ভিডিও ভাইরাল

দৌড়ে আসছেন কি পরীক্ষা নিতে ?

  • Share this:

#মুম্বই: এই মুহূর্তে ফেসবুক কাঁপছে ৷ সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে জাতীয় টেলিভিশনের অভিনেত্রী ইশিতা গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিওতে ৷ সেই ভিডিও পোস্ট করে ইশিতা লিখেছেন নারী গৌরব, নারী অভিমান, নারীই সৃষ্টি করেছে নানান বিধান ৷ সেই নারীর উদ্দেশ্যেই নত মস্তকে প্রণাম জানিয়েছেন তিনি ৷ যিনি লক্ষ্মী, তিনি সরস্বতী, তিনিই দুর্গা, অনসূয়া, তিনিই সতী, তিনি সাবিত্রী ৷ মা কালীর রূপে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন তিনি ৷ এই কালীর রূপেই অপরা বৈভব রয়েছে ৷ নারীর রূপ মীরাবাঈ থেকে লক্ষ্মীবাঈ, পদ্মাবতী থেতে দুর্গাবতী সমাজের প্রতিটি স্তরেই পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারে একমাত্র নারীই ৷ পুরুষের থেকে কোনও অংশে কম নন তাঁরা ৷

প্রবল সাহস ও শক্তিতেই তাঁর পরিচয় রয়েছে ৷ যুগে যুগেই নারী এসেছেন নানান রূপ ধরে সে ধর্মের গ্লানিই হোক বা অধর্ম নারীর সঙ্গে এমন শক্তি রয়েছে৷ সুম্ভ-নিসুম্ভ থেকে মধু-কৈটব নারীর শক্তিতেই পৃথিবী মুক্তি পেয়েছে এমন অত্যচারের হাত থেকে ৷ একবার নয় বারবারই নারী পৃথিবীর বুকে ফিরে এসেছেন নানান রূপ ধরে ৷ সংঘবদ্ধ জীবনের অঙ্গীকার নিয়েই নারী তাঁর রূপ দেখিয়েছেন ৷ খোলা আকাশ থেকে ফাঁকা মাঠ নারীর সঙ্গে রয়েছে প্রকৃতির শক্তি ৷

নারীরই প্রকৃতি, নারীই শক্তি ৷ এমন ভাবেই বার্তা দিতে হাতে কাস্তে নিয়ে ছুটে আসছেন টেলিবিশনের জনপ্রিয় মুখ ইশিতা গঙ্গোপাধ্যায় বাংলা টেলিভিশনে কিছুদিন কাজ করার পরে পাড়ি দিয়েছেন মুম্বইয়ে ৷ সেখানেই একের পর জাতীয় টেলিভিশনে ধারাবাহিকে কাজ করেছেন তাঁর এমন রূপ কেউ আগে দেখেননি ৷ সেই ভিডিওই রইল যা তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

Published by: Arjun Neogi
First published: January 15, 2020, 5:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर