Home /News /entertainment /
রণবীর কাপুরের সঙ্গে হোলির ছবি পোস্ট করলেন দীপিকা!

রণবীর কাপুরের সঙ্গে হোলির ছবি পোস্ট করলেন দীপিকা!

তাহলে কী এখনও মনে মনে রণবীর কাপুরকেই ভালোবাসেন দীপিকা পাড়ুকোন?

 • Share this:

  #মুম্বই: তাহলে কী এখনও মনে মনে রণবীর কাপুরকেই ভালোবাসেন দীপিকা পাড়ুকোন? রণবীস সিং কি তাঁর কাছে শুধুই টাইমপাস! সে উত্তর হয়তো একমাত্র দিতে পারবে দীপিকা পাড়ুকোন নিজেই ৷

  গপ্পোটা হল, এবারের হোলিতে সবাই রং খেললেন, কিন্তু দেখা গেল না দীপিকা পাড়ুকোনকে ৷ তবে দীপিকা কিন্তু হোলির শুভেচ্ছা জানিয়েছেন ইনস্টাগ্রামে ৷ সঙ্গে আবার ছিলেন রণবীর কাপুর !

  ranbir

  গপ্পোটা হল, হোলির দিন শুভেচ্ছার জন্য পুরনো প্রেমকেই বেছে নিলেন দীপিকা পাড়ুকোন ৷ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র বালম পিচকারি গানের এক দৃশ্যকে শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন ৷ আর লিখলেন হ্যাপি হোলি ৷

  গুঞ্জন উঠেছে, রণবীর সিংয়ের সঙ্গেও তো রামলীলা ছবিতে রং খেলেছেন তিনি ৷ সেই ছবি না পোস্ট করে রণবীর কাপুরের সঙ্গেই কেন ছবি পোস্ট করলেন দীপিকা !

  First published:

  Tags: Bollywood, Holi, Ranbir Kapoor

  পরবর্তী খবর