corona virus btn
corona virus btn
Loading

রণবীর কাপুরের সঙ্গে হোলির ছবি পোস্ট করলেন দীপিকা!

রণবীর কাপুরের সঙ্গে হোলির ছবি পোস্ট করলেন দীপিকা!

তাহলে কী এখনও মনে মনে রণবীর কাপুরকেই ভালোবাসেন দীপিকা পাড়ুকোন?

  • Share this:

#মুম্বই: তাহলে কী এখনও মনে মনে রণবীর কাপুরকেই ভালোবাসেন দীপিকা পাড়ুকোন? রণবীস সিং কি তাঁর কাছে শুধুই টাইমপাস! সে উত্তর হয়তো একমাত্র দিতে পারবে দীপিকা পাড়ুকোন নিজেই ৷

গপ্পোটা হল, এবারের হোলিতে সবাই রং খেললেন, কিন্তু দেখা গেল না দীপিকা পাড়ুকোনকে ৷ তবে দীপিকা কিন্তু হোলির শুভেচ্ছা জানিয়েছেন ইনস্টাগ্রামে ৷ সঙ্গে আবার ছিলেন রণবীর কাপুর !

ranbir

গপ্পোটা হল, হোলির দিন শুভেচ্ছার জন্য পুরনো প্রেমকেই বেছে নিলেন দীপিকা পাড়ুকোন ৷ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র বালম পিচকারি গানের এক দৃশ্যকে শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন ৷ আর লিখলেন হ্যাপি হোলি ৷

গুঞ্জন উঠেছে, রণবীর সিংয়ের সঙ্গেও তো রামলীলা ছবিতে রং খেলেছেন তিনি ৷ সেই ছবি না পোস্ট করে রণবীর কাপুরের সঙ্গেই কেন ছবি পোস্ট করলেন দীপিকা !

First published: March 15, 2017, 4:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर