#মুম্বই: বিগ বস সিজন ১৩ শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু বিগ বস নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ এখনও কমেনি ৷ শো চলাকালীন একাধিক প্রতিযোগীর মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে ৷ কিন্তু সিদ্ধার্থ শুক্লা ও শাহনাজ গিলের জুটি দর্শকদের কাছে সুপারহিট হয়েছে ৷ শোতে দু’জনের মধ্যে বন্ধুত্ব হয় ৷ লড়াই, ঝগড়াঝাটির মধ্যেই তাদের বন্ধুত্বের সম্পর্ক দর্শকেরা বেশ পছন্দ করেছেন ৷ বর্তমানে পঞ্জাবের ক্যাটরিনা কইফ একটি টিভি শোতে নিজের জন্য দুলহা খুঁজতে ব্যস্ত ৷ অন্যদিকে লাইভে এসে সিদ্ধার্থ শুক্লা বিয়ে নিয়ে খোলাখুলি কথা বললেন ফ্যানেদের সঙ্গে ৷
সিডনাজের (Sidnaz) ফ্যানেদের মধ্যে এখন একটি প্রশ্ন ৷ সিদ্ধার্থ শুক্লা কী শাহনাজকে বিয়ে করবেন নাকি তার জীবনে অন্য কেউ আছে ? শো চলাকালীন একাধিকবার শাহনাজ ক্যামেরার সামনে জানিয়েছেন যে তিনি সিদ্ধার্থকে ভালবাসেন ৷ কিন্তু অন্যদিকে সিদ্ধার্থ শাহনাজকে কেবল নিজের ভাল বন্ধু বলে জানিয়েছেন ৷ সোমবার প্রথমবার ইনস্টাগ্রামে লাইভে এসে ফ্যানেদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সিদ্ধার্থ ৷
বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সিদ্ধার্থ মজা করে উত্তর দেন অবশ্যই তিনি বিয়ে করবেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কেউ নেই যাকে তিনি জীবন সঙ্গী করার কথা ভাবছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।