হোম /খবর /বিনোদন /
Is Arjun Kapoor going to move in with Boney Kapoor and step-sisters Janhvi and Khushi?

এবার থেকে কি বনি কাপুর, জাহ্নবী ও খুশীর সঙ্গেই থাকবেন অর্জুন কাপুর?

file photo

file photo

  • Last Updated :
  • Share this:
    #মুম্বই: শ্রীদেবীর অকাল মৃত্যুর পর, বাবা বনি কাপুর, সৎ বোন জাহ্নবী ও খুশীর পাশে সবসময় থেকেছেন অর্জুন কাপুর। কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে জানা যায়, খুব তাড়াতাড়িই নাকি ঠিকানা বদলাচ্ছে অর্জুনের। কিছুদিনের মধ্যেই নিজের বাড়ি ছেড়ে, বাবা আর বোনেদের কাছে গিয়ে থাকবেন 'মুবারকন' স্টার।বনি কাপুর আর মোনা কাপুরের ডিভোর্সের পর, বনি আর মোনার সন্তান অর্জুন আর অনশূলার দূরত্ব তৈরি হয় বাবার সঙ্গে। শোনা যায়, শ্রীদেবীর সঙ্গেও নাকি ভাল সম্পর্ক ছিল না তাঁদের। অর্জুন, অনশূলা আলাদাই থাকতেন। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর, সমস্ত তিক্ততা ভুলে গিয়েছেন তাঁরা। বরং, অর্জুন বারবার বলেছেন, বাবা ও বোনেদের সবসরকম সাহায্যর জন্য তিনি আছেন। ততোধিক সমবেদনা নিয়ে এগিয়ে গিয়েছেন অনশূলাও। সম্প্রতি জাহ্নবীর জন্মদিন পালন নিয়ে বহু সমালোচনার মুখোমুখি হতে হয় কাপুর পরিবারকে। ইন্সটাগ্রামে পোস্ট করা জন্মদিনের ছবিতে অনেকেই আপত্তিকর মন্তব্য করেন । সেই সময়েও, সোশাল মিডিয়াথ তীব্র প্রতিবাদ জানান অনশূলা।
    First published:

    Tags: Arjun kapoor, Boney Kapoor, Janhvi, Khushi, Sridevi