• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জানেন কোন ছবি থেকে নকল অনুষ্কার ফিল্লোরি?

জানেন কোন ছবি থেকে নকল অনুষ্কার ফিল্লোরি?

অনুষ্কার শর্মার নতুন ছবি ফিল্লোরি-র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই, ফিল্লোরি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ট্রেলার দেখে গোটা বলিউড-ই

অনুষ্কার শর্মার নতুন ছবি ফিল্লোরি-র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই, ফিল্লোরি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ট্রেলার দেখে গোটা বলিউড-ই

অনুষ্কার শর্মার নতুন ছবি ফিল্লোরি-র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই, ফিল্লোরি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ট্রেলার দেখে গোটা বলিউড-ই

 • Share this:

  #মুম্বই: অনুষ্কার শর্মার নতুন ছবি ফিল্লোরি-র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই, ফিল্লোরি নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ট্রেলার দেখে গোটা বলিউড-ই প্রশংসায় পঞ্চমুখ অনুষ্কার এই নতুন ছবি নিয়ে ৷ তবে এর পাশাপাশি রটে গেল, ফিল্লোরি নাকি হুবুহু নকল টিম বার্টানের ‘কর্পস ব্রাইড’ ছবি থেকে !

  টিম বার্টানের অ্যানিমেশন ছবি ‘কর্পস ব্রাইড’ মুক্তি পেয়েছিল ২০০৫ সালে ৷ খুবই জনপ্রিয় হয়েছিল এই ছবি ৷ এই ছবির গল্পে ছিল, এক যুবক বিয়ে করতে এসে হঠাৎই নার্ভাস হয়ে পড়ে ৷ তারপর নিজের অবস্থাকে ঠিক করতে জঙ্গলে যায়৷ সেখানেই ভুল করে আংটি পরিয়ে দেয় একটা গাছে শিখরে ৷ যা কিনা আসলে একটা ভূতের হাত! সঙ্গে সঙ্গে সেই ভূত কবর থেকে বের হয়ে জানায়, তার খুন হওয়ার গল্প ৷

  অনুষ্কা শর্মার ‘ফিল্লোরি’-র গল্পটাও কিছুটা একইরকম ৷ যেখানে এক মাঙ্গলিক ছেলেকে বিয়ে করতে হয় এক গাছকে ৷ আর গাছের ওপরই থাকে অনুষ্কার ভূত !

  রইল দুটো ছবিরই ট্রেলার ৷ দেখে নিন, সত্যিই কী মিল রয়েছে দুই ছবির গল্পের ৷

  First published: