• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • হিংস্র প্রাণীদের সঙ্গে জঙ্গলে খিলাড়ি অক্ষয় কুমার!

হিংস্র প্রাণীদের সঙ্গে জঙ্গলে খিলাড়ি অক্ষয় কুমার!

তিনি খিলাড়ি নম্বর ১। তিনি এমন একজন অভিনেতা যে নিজের ছবিতে যত ডেঞ্জারাস স্টান্টই থাকুক না কেন তা স্বাচ্ছন্দে নিজেই করে থাকেন।

তিনি খিলাড়ি নম্বর ১। তিনি এমন একজন অভিনেতা যে নিজের ছবিতে যত ডেঞ্জারাস স্টান্টই থাকুক না কেন তা স্বাচ্ছন্দে নিজেই করে থাকেন।

তিনি খিলাড়ি নম্বর ১। তিনি এমন একজন অভিনেতা যে নিজের ছবিতে যত ডেঞ্জারাস স্টান্টই থাকুক না কেন তা স্বাচ্ছন্দে নিজেই করে থাকেন।

  • Share this:

#মুম্বই: তিনি খিলাড়ি নম্বর ১। তিনি এমন একজন অভিনেতা যে নিজের ছবিতে যত ডেঞ্জারাস স্টান্টই থাকুক না কেন তা স্বাচ্ছন্দে নিজেই করে থাকেন। এ হেন অক্ষয় কুমার এবারে আমাদের সামনে আসতে চলেছেন রোমাঞ্চে ভরা অনুষ্ঠান 'ইনটু দ্যা ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস এন্ড অক্ষয় কুমার' অনুষ্ঠানে। ইতিমধ্যেই একটি প্রোমো সামনে এসেছে আমাদের। কর্ণাটকের বান্দিপুর টাইগার রিসর্টে বেয়ার গ্রিলস এর সঙ্গে থাকছেন খিলাড়ি। ঘন জঙ্গলের ভেতরে রয়েছে হিংস্র বন্য জীব। তাদের কী ভাবে সামলাবেন অক্ষয় কুমার? সেই চমক থাকছে এই অনুষ্ঠানে। নিজের জীবনের নানা অজানা মুহূর্ত ও তথ্যও  বেয়ার গ্রিলস এর সঙ্গে শেয়ার করবেন অক্ষয়। পুরনো দিল্লির ছোট একটি বাড়িতে ২৪ জন, একই পরিবারের মতন বেড়ে ওঠা থেকে আজকে অক্ষয়, সবটাই জানা যাবে এখানে। টুইঙ্কল খান্না, সুনীল শেঠি , ক্যাটরিনা কাইফকেও এই অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয়ের বিষয়ে কথা বলতে।এই মাসের ১৪ তারিখ থেকেই ডিসকভারি'তে দেখা যাবে এই অনুষ্ঠান।

Published by:Akash Misra
First published: