#মুম্বই: তিনি খিলাড়ি নম্বর ১। তিনি এমন একজন অভিনেতা যে নিজের ছবিতে যত ডেঞ্জারাস স্টান্টই থাকুক না কেন তা স্বাচ্ছন্দে নিজেই করে থাকেন। এ হেন অক্ষয় কুমার এবারে আমাদের সামনে আসতে চলেছেন রোমাঞ্চে ভরা অনুষ্ঠান 'ইনটু দ্যা ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস এন্ড অক্ষয় কুমার' অনুষ্ঠানে।ইতিমধ্যেই একটি প্রোমো সামনে এসেছে আমাদের। কর্ণাটকের বান্দিপুর টাইগার রিসর্টে বেয়ার গ্রিলস এর সঙ্গে থাকছেন খিলাড়ি। ঘন জঙ্গলের ভেতরে রয়েছে হিংস্র বন্য জীব। তাদের কী ভাবে সামলাবেন অক্ষয় কুমার? সেই চমক থাকছে এই অনুষ্ঠানে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।