#কলকাতা: করোনার দাপট শুরু হওয়ার পর থেকেই বিনোদন জগত যেন অন্ধকারের দিকে পাড়ি দিয়েছিল ৷ সিনেমাহল বন্ধ, শ্যুটিং বন্ধ, অনিশ্চয়তাই যেন মনের মধ্যে জায়গা করে নিয়েছিল ৷ অবশেষে লকডাউন উঠল, কিছুটা স্বাভাবিক হলো পরিস্থিতি ৷ সিনেমাহলও খুলল, এখন তো নতুন চ্যালেঞ্জ ৷ ওটিটিকে এড়িয়ে কীভাবে দর্শকদের ফের হলে ফেরানো যায় ! ঠিক এমন সময়ই টলিপাড়ায় সুদূর ইতালি থেকে উড়ে এল খুশির খবর ৷ ইতালিতে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতে নিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি মায়ার জঞ্জাল। রোমে অনুষ্ঠিত ২১তম এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমার অফিশিয়াল সিলেকশনের আটটি ছবির মধ্য থেকে এ পুরস্কার জিতে নিয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই ছবি ৷ এই খুশির খবরটি পরিচালক নিজেও শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ৷
২৩তম সাংহাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছিল এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার৷ এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবিটি ৷ ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, অপি করিম, সোহেল মন্ডল৷ ছবিতে সঙ্গীত দিয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়৷তা কী এই ছবির গল্প?বাংলাদেশের সাধারণ গৃহবধু কলকাতায় এসে যৌনকর্মী হয়ে গিয়েছেন৷ দেহব্যবসা শুরু করে প্রচুর লোকসান করেন নোটবন্দির সময়৷ তখনই তিনি ভুয়ো পরিচয় দিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করেন৷ এর জন্য তার প্রেমিক সত্যর সাহায্য নেন তিনি৷ সত্য একজন রিয়াল এস্টেটের দালাল এবং দুনম্বরি কারবারের সঙ্গে যুক্ত৷ তার নজর রয়েছে যৌনকর্মী বিউটির টাকার দিকে৷ যা আত্মসাৎ করতে চান তিনি৷ তাই বন্ধু পেলের সঙ্গে মিলে সেই টাকা লুঠের ধান্দা করেন সত্য৷ অন্যদিকে রয়েছেন চাঁদু ও তার স্ত্রী৷ চাঁদু চায়ই না যে তার স্ত্রী বাইরে কোথাও কাজে যাক।৷ তার স্ত্রী অন্যের বাড়িতে রাঁধুনির কাজ করেন৷ আর ফ্যাক্টরি থেকে চাকরি যাওয়া চাঁদু এটিএমের নাইট গার্ড৷ এই চরিত্রগুলিকে নিয়েই এগিয়েছে ছবির গল্প৷
এর আগে ভালবাসার শহর ছবিতেও সমাজের নিচু তলার মানুষদের আবেগকে তুলে ধরেছিলেন ইন্দ্রনীল৷ তাঁর প্রথম ছবি ফড়িং বক্সঅফিসে তেমন সাড়া না ফেললেও বহু আন্তর্জাতিক সম্মান অর্জন করে৷
Published by:Akash Misra
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।