Home /News /entertainment /
মালাইকাকে বিয়ে নয়, বরং নতুন মিশনে ব্যস্ত অর্জুন কাপুর

মালাইকাকে বিয়ে নয়, বরং নতুন মিশনে ব্যস্ত অর্জুন কাপুর

 • Share this:

  #মুম্বই: অর্জুন কাপুর নামটা আসলেই, সঙ্গে সঙ্গে চলে আসে মালাইকা অরোরার নাম ৷ আর আসবে নাই বা কেন, গত কয়েক মাস ধরে অর্জুন কাপুর ও মালাইকাকে নিয়ে যা গুঞ্জন উড়ছে, তাতে মালাইকা ছাড়া তো অর্জুনের অস্তিত্বই বিপন্ন ৷

  মালাইকা ঘুরতে যাচ্ছেন অর্জুন সঙ্গে যাচ্ছেন ৷ মালাইকা হাসাপাতালে যাচ্ছেন অর্জুনও সঙ্গে যাচ্ছেন ৷ আর সঙ্গে তো রয়েইছে মালাইকার সঙ্গে অর্জুনের বিয়ে নিয়ে গুঞ্জন !

  তবে সম্প্রতি মালাইকা স্পষ্টই জানিয়েছেন, বিয়ের খবর এক্কেবারে মিথ্যে ৷ ঠিক এরকম সময়ই মুক্তি পেল অর্জুন কাপুরের নতুন ছবি ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড ছবির টিজার৷ টিজারে দেখা মিলল একেবারে অন্যরকম এক অর্জুনকে ৷ লুক চেঞ্জ করে অর্জুন এবার একেবারে এক্সপেরিমেন্টাল ৷

  দেখুন এই ছবির ট্রেলার-----

  First published:

  Tags: Arjun kapoor, Bollywood, Indias Most Wanted, Malaika Arora

  পরবর্তী খবর