হোম /খবর /বিনোদন /
রিয়ালিটি শোতে ঝাড়ুদারের কাজ ! সেই শোতেই গান গেয়ে বিচারকদের কাঁদাল যুবক !

রিয়ালিটি শোতে ঝাড়ুদারের কাজ ! সেই শোতেই গান গেয়ে বিচারকদের কাঁদাল যুবক !

এক যুবকের গল্প চোখে জল আনল সকলের।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই:  নভেম্বরের ২৮ তারিখ থেকে শুরু হবে রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল। শনি ও রবিবার রাত ৮টায় দেখানো হবে এই শো। এই শো এমনিতেই মানুষের বেশ পছন্দের। তবে এবারের সিজন আসার আগেই এই শো রয়েছে চর্চায়। কারন অবশ্যই শোয়ের প্রতিযোগী। শোতে এবারের বিচারকের আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া, নেহা কক্কর ও বিশাল দদলানি। সকলেই জনপ্রিয়। এই শো খুঁজে বার করে আনে টেলেন্ট। রানাঘাটের রাণু মন্ডলও গিয়েছেন এখানে। তবে গেস্ট গায়িকা হিসেবে। সেখান থেকেই হিমেশের সঙ্গে তাঁর গান। এবারও তেমনই এক যুবকের গল্প চোখে জল আনল মানুষের।

সম্প্রতি একটি প্রোমো রিলিজ করেছে ইন্ডিয়ান আইডল। সেখানে মারাঠী ভাষায় গান গাইছে এক যুবক। গান শেষে বিচারকরা তাঁকে জানতে চান এত ভালো গান তিনি কার কাছে শিখেছেন। এরপর যুবক যা বলে তাতে কেঁদে ফেলেন সকলেই। যুবক জানায় সে ইন্ডিয়ান আইডলেই কাজ করেন। তবে ঝাড়ুদারের কাজ। স্টেজে ফুল বা কাগজ ছড়ানো হয় প্রতিযোগীদের ওপর, তারপরেই স্টেজ পরিস্কারের কাজ করতেন তিনি। ঝাড়ু দিয়ে স্টেজ ও সেট পরিস্কার করাই তাঁর কাজ। যুবকের নাম যুবরাজ। তিনি জানান, আমি কাজ করতে করতে সব সময় চাইতাম এখানে গান করতে। মন দিয়ে শুনতাম আপনারা প্রতিযোগীদের কি বলছেন। আর সেখান থেকেই গান শেখা আমার।" এ কথ শুনে সকলের চোখেই জল আসে। হিমেশ জানান, 'এমন প্রতিভা ও চেষ্টা বিরল।' ওই যুবক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২৮ তারিখ টেলিকাস্ট হবে এই শোয়ের।

Published by:Piya Banerjee
First published:

Tags: Indian Idol, Neha Kakkar, Viral Video