#মুম্বই: প্রতি বারের মতো এবারও জমে উঠেছে ইন্ডিয়ান আইডলের সিজন ১২। এবার একটু অন্য বিষয় তুলে আনল এই জনপ্রিয় শো। একটি এপিসোডে পেয়ারেলালের (Pyarelal) সঙ্গে অতিথি হিসেবে এলেন একসময়ের বিখ্যাত গীতিকার সন্তোষ আনন্দ (Santosh Anand)। সত্তর-আশির দশকে প্রেম রোগ (Prem Rog), রোটি কপড়া অর মকান (Roti Kapada Aur Makaan), শোর (Shor)-সহ একাধিক সিনেমায় তাঁর লেখা গান রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। কিন্তু আজ তিনি উপেক্ষিত। বৃদ্ধ বয়সে অর্থাভাবে ভুগছেন। মাথায় রয়েছে দেনার চাপও। আর এই পরিস্থিতির কথা শুনে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। ৫ লক্ষ টাকা তুলে দিলেন সন্তোষ আনন্দের হাতে।
এই এপিসোডে বিখ্যাত সঙ্গীত পরিচালক পেয়ারেলালের সঙ্গে দেখা যাবে সন্তোষ আনন্দকে। লক্ষ্মীকান্ত প্যায়ারেলালের (Laxmikant-Pyarelal) সঙ্গে জুটি বেঁধে একসময় একের পর সুপারহিট গান উপহার দিয়েছেন আনন্দ। প্রেম রোগ, রোটি কপড়া অর মকান , শোর- সহ একাধিক ছবিতে গান লিখেছেন আনন্দ। আর তাতে সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যায়ারেলাল। কিন্তু আজ নিয়তির অদ্ভুত পরিহাসে একাধিক সমস্যার সম্মুখীন তিনি। আর্থিক সমস্যার জেরে রীতিমতো নাজেহাল। যে বলিউডের জন্য একের পর এক কাজ করেছেন, সেই বলিউড মনে রাখেনি জনপ্রিয় এই লেখককে। পুরো জার্নি শোনার পরই নিজেকে ধরে রাখতে পারেননি নেহা। প্রবীণ এই শিল্পীকে ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি।
নেহার কথায়, এই সামান্য টাকা দেওয়ার পাশাপাশি দেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কাছে একটা আবেদন জানাতে চাই। সবার কাছে অনুরোধ সন্তোষ আনন্দের পাশে দাঁড়ান। তাঁকে কাজ দিন। প্রয়োজনে সাহায্য করুন। আমাদের বিনোদন জগতের যে কোনও সহকর্মীর খারাপ সময়ে, তাঁদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য। এগিয়ে এসেছেন নেহার সহ-বিচারক বিশাল দাদলানি (Vishal Dadlani)। তিনি নিজেও সন্তোষ আনন্দকে তাঁর কয়েকটি গান শেয়ার করার কথা বলেন। বিশাল কথা দেন, তিনি এই গানগুলি রিলিজের ব্যবস্থা করবেন। গান রিলিজের জন্য যাবতীয় সাহায্য করবেন তিনি।
উল্লেখ্য, এই এপিসোডে সন্তোষ আনন্দের লেখা এক পেয়ার কা নগমা হ্যায় (Ek pyaar ka naghma hai) গানটি গাইতে দেখা যাবে নেহাকে। ১৯৭২ সালে মনোজ কুমার অভিনীত (Manoj Kumar) শোর সিনেমার জন্য এই গানটি লিখেছিলেন আনন্দ। মনোজ কুমারের লেখা এই সিনেমায় অভিনয় করেছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। লক্ষ্মীকান্ত পেয়ারেলাল তখন দু'টি ভার্সানে রেকর্ড করেছিলে গানটি। একটি ভার্সান গেয়েছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও অন্যটি গেয়েছিলেন মুকেশ (Mukesh)। গানটি আজও সমান জনপ্রিয়।