#রাজস্থান: মিত্তল হাসপাতালের ICU-তে ভর্তি হলেন ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়িকা, রেণু নাগর । ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১০-এর পরিচিত মুখ ছিলেন রেণু ।
জানা গিয়েছে, রেণুর প্রেমিক রবি গত বুধবার বিষ খেয়ে আত্মহত্যা করেন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি । গতকাল রাত ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর । আচমকা সেই খবর পেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রেণু।
পুলিশ সূত্রে খবর, রবি বিবাহিত। তাঁর দু’টি সন্তানও রয়েছে। তা সত্ত্বেও রেণুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল রবির। গত জুন মাসে পালিয়ে গিয়েছিলেন রবি আর রেণু। এরপরেই রেণুর বাবা পুলিশে রবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তিনি জানান, তাঁর মেয়েকে প্রভাবিত করেছে রবি । এই মামলা দায়ের হওয়ার পর পাঁচ দিন আগে বাড়ি ফিরে এসেছিলেন রবি আর রেণু । এরপরেই বুধবার বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই যুবক । রেণু এখনও হাসপাতালে চিকিৎসাধীন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Idol, Renu Nagar, Suicide