#মুম্বই: ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে শ্রেয়া ঘোষালের নতুন গান 'আপনি মাটি'। স্বাধীনতা দিবসেই এই গান মুক্তি পাবে শ্রেয়ার ইউটিউব চ্যানেল ঠিক সকাল দশটায়। দেশ মাতাকে শ্রদ্ধা জানাতেই এই গান গেয়েছেন শ্রেয়া। এই গানটি শ্রেয়ার সঙ্গে থেকেছেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। ও সদানন্দ কিরকিরে। গানটি হিন্দিতেই গেয়েছেন শ্রেয়া।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই গানের একটি টিসার ছেড়েছেন শ্রেয়া। সেখানেই তিনি সকলকে জানিয়েছেন ১৫ অগাস্ট দশটায় মুক্তি পাবে এই গান। লকডাউনের জন্য বিনোদন জগত প্রায় থমকে রয়েছে। যদিও লকডাউন হালকা হয়েছে, কিন্তু সেভাবে এখনও কাজ শুরু হয়নি বলিপাড়ায়।
গানের কাজও বেশ কমেছে। তবে শিল্পকে তো বাঁচিয়ে রাখতেই হবে। তাছাড়া এই কঠিন সময়ে দেশের জন্য ভেবে কিছু করাটা যে সবার কর্তব্যের মধ্যেই পড়ে। শ্রেয়া একজন দেশবাসী হিসেবেই নিজের গানকে তুলে দিচ্ছেন মানুষের কাছে। তবে এই গানের টিসারে শ্রেয়ার গলা শুনে সকলেই প্রশংসা করেছেন। বহুবার শ্রেয়া খালি গলাতেও গেয়েছেন গান। সোশ্যাল মিডিয়ায় তাঁকে মাঝে মধ্যেই গানের ভিডিও পোস্ট করতে দেখা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।