#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের আজ একমাস হল ৷ তাঁর মৃত্যুর একমাসে মৃত্যু সংক্রান্ত তদন্ত অনেক দূর পর্যন্ত গড়িয়েছে ৷ হেভিওয়েট থেকে শুরু করে সুশান্তের আত্মীয় পরিজন, বলিউডের বহু সহকর্মীদের ইতিমধ্যেই জেরার মুখোমুখি হতে হয়েছে ৷ এইবার সুশান্ত সিং রাজপুতের পরিচারককে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ ৷ জানতে চাওয়া হয়েছে, সুশান্ত সিং রাজপুতের অত্মহত্যার তিনদিন আগে থেকে অর্থাৎ ১১ জুন থেকে ১৪ জুন মৃত্যুর আগে পর্যন্ত কী কী করেছেন ?
এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ খাওয়া দাওয়া থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের জীবনযাপন পদ্ধতি নিয়ে জেরা করেছে মুম্বই পুলিশ ৷ ১৪ জুনের আগের তিনমাস তাঁর ভাইয়ের সঙ্গে দেখাশোনা, রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ও সম্পর্কের টানাপোড়েনের বিষয় সংক্রান্ত সমস্ত কিছু বিষয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছে ৷ এমনকি সুশান্তের বোনের বয়ান দ্বিতীয়বার রেকর্ড করেছে পুলিশ ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস হওয়ায় তাঁর বন্ধুবান্ধব ও প্রিয়জনেরা সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেতার প্রয়াণের একমাসে নানান রকমের পোস্ট করেছেন ৷ পরিচালক মুকেশ ছাবড়া সোশ্যাল মিডিয়ায় সুশান্তের একটি ছবি শেয়ার করে লিখেছেন 'তুমি চলে যাওয়ার আজ একমাস পূর্ণ হল, তুমি এখন আরও ফোন করবে না. . .'
এক দীর্ঘ সময় ধরে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী ছিলেন অঙ্কিতা লোখান্ডে{ প্রজ্জ্বলিত প্রদীপের সামনে সুশান্তের ছবি রেখে লিখেছেন, 'ঈশ্বরের সন্তান৷' আজই সুশান্তের কথিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী আবেগতাড়িত হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, না দেখা ছবির জন্য ফের স্মৃতির সরণিতে সুশান্ত সিং রাজপুত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushant singh Rajput