corona virus btn
corona virus btn
Loading

সমুদ্রের পারে জ্যাকলিন-সিদ্ধার্থের প্রেম, নতুন গানে জমজমাট ‘জেন্ট্যালম্যান’ !

সমুদ্রের পারে জ্যাকলিন-সিদ্ধার্থের প্রেম, নতুন গানে জমজমাট ‘জেন্ট্যালম্যান’ !

ইনস্টাগ্রামে জমিয়ে নিজের ছবির নিজেই প্রচার করে চলেছেন জ্যাকলিন ও সিদ্ধার্থ মালহোত্রা ৷

  • Share this:

#মুম্বই: ইনস্টাগ্রামে জমিয়ে নিজের ছবির নিজেই প্রচার করে চলেছেন জ্যাকলিন ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ কখনও শ্যুটিং ফ্লোর থেকে তো কখনও একেবারে সিনেমার স্টিল ৷ আর তা দেখেই মোটামুটি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ৷ অনেকে তো বলেই ফেলছেন, বহুজিন বাদে সিদ্ধার্থ ও জ্যাকলিনের মতো উষ্ণ জুটি উপহার পেল বলিউড ৷ আর তার প্রমাণ পাওয়া গেল ‘জেন্টালম্যান’-এর নতুন গান ‘বাত বন জায়ে’-তেই !

এর আগে ছিলেন হৃত্বিক ৷ আর এবার সিদ্ধার্থ মালহোত্রা ৷ দু’জনেই নিজের মতো করে টেক্কা দিতে চেয়েছেন হলিউডি নায়ক টম ক্রুজকে ৷ হৃত্বিক করেছিলেন ব্যাং ব্যাং ৷ আর সিদ্ধার্থ মালহোত্রার ছবির নাম জেন্টালম্যান ৷

প্রকাশ্যে এল জেন্টালম্যান ছবির ট্রেলার ৷ এই ট্রেলারেই দেখা গেল অ্যাকশন প্যাকড সিদ্ধার্থ মালহোত্রাকে ৷ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে জ্যাকলিনকে৷ জ্যাকলিনও এই ছবিতে একেবারেই অ্যাকশন অবতারে ৷

এই ছবি নাইট অ্যান্ড ডে ২ ছবি থেকে অনু্প্রাণিত ৷ ঘরানা অনুযায়ী, এই ছবি একেবারেই স্পাই থ্রিলার ৷ জানা গিয়েছে, এই ছবিতে বেশিরভাগ স্টান্ট নাকি নিজেই করেছেন সিদ্ধার্থ ৷ তবে জ্যাকলিনও কিছু কম যান না ৷ শুধু নাচ, গান নয় ! এই ছবিতে জ্যাকলিনও একেবারে অ্যাকশন প্যাকড !

First published: July 28, 2017, 4:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर