হোম /খবর /বিনোদন /
টিকা নিয়েও বিশ্রাম নয়, ত্রাণ নিয়ে ইমন হাজির ইয়াসবিধ্বস্ত সন্দেশখালিতে

Iman Chakraborty: টিকা নিয়েও বিশ্রাম নয়, ত্রাণ নিয়ে শিল্পী হাজির ইয়াসবিধ্বস্ত সন্দেশখালিতে

ইমন চক্রবর্তী, ছবি-ফেসবুক

ইমন চক্রবর্তী, ছবি-ফেসবুক

ইমন সঙ্গীত অ্যাকাডেমি, ইমন প্রোডাকশন হাউসের উদ্যোগে ত্রাণসামগ্রীতে দেওয়া হয় জলের বোতল, শুকনো খাবার ও ওষুধ ৷ সন্দেশখালির ন্যাজাট, ভোলাখালি, ছেঁড়াখালি-সহ বিস্তীর্ণ অংশে ত্রাণ বিলি করা হয় ৷ সব জায়গাতেই ত্রাণ সংগ্রহের জন্য দুর্গতদের লম্বা লাইন দেখা যায় ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

কলকাতা :  গত কয়েক দিন ধরেই ইমন চক্রবর্তী ব্যস্ত সমাজসেবায় ৷ কাজের পথে তিনি গুরুত্ব দেননি ট্রোলিংকেও ৷ এ বার শিল্পীকে দেখা গেল সুন্দরবনের সন্দেশখালির ব্লকে ৷ বৃহস্পতিবার ফেসবুক লাইভে সন্দেশখালির ইয়াসবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করেন শিল্পী ৷ সঙ্গে ছিলেন তাঁর সহযোগীরা ৷ ইমন সঙ্গীত অ্যাকাডেমি, ইমন প্রোডাকশন হাউসের উদ্যোগে ত্রাণসামগ্রীতে দেওয়া হয় জলের বোতল, শুকনো খাবার ও ওষুধ ৷ সন্দেশখালির ন্যাজাট, ভোলাখালি, ছেঁড়াখালি-সহ বিস্তীর্ণ অংশে ত্রাণ বিলি করা হয় ৷ সব জায়গাতেই ত্রাণ সংগ্রহের জন্য দুর্গতদের লম্বা লাইন দেখা যায় ৷

দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত এই অংশের বেশিরভাগ জায়গা এখনও জলমগ্ন ৷ বড় বড় মাঠ এখনও ডুবে আছে জলে ৷ মাঝে জেগে আছে ইটের একফালি পথ ৷ তার উপর দিয়েই হেঁটে লাইভ করেন ইমন ৷

কোভিড পরিস্থিতি এবং তার পর ইয়াসতাণ্ডব, তারকা হিসেবে নজিরবিহীন ভূমিকা পালন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা ৷ ক্রমাগত কটূক্তির পরেও ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ৷ পাশপাশি, কলকাতার রাজপথে তিনি ব্যবস্থা করেছেন নিয়মিত পথের কুকুরদের খাবার দেওয়ার ৷ এর আগে ইমন থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদানও করেছেন ৷ কিন্তু সব ক্ষেত্রেই তাঁকে প্রথম থেকে কটূক্তির মুখে পড়তে হয়েছে ৷

দানের ছবি কেন শেয়ার করছেন? উল্কি করেও কি রক্তদান করা যায়? এই ধরনের প্রশ্ন তো এসেইছে ৷ তিনি নাকি পরের বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবনে, ভেসে এসেছে এরকম কটূক্তিও ৷

কিন্তু ট্রোলিংয়ে হাল ছাড়ার পাত্রী তিনি নন, ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন ইমন ৷ সোশ্যাল মিডিয়ায় যত আক্রমণ এসেছে, তত তিনি নিজেকে আরও বিলীন করেছেন ত্রাণপর্বে ৷ যোগ্য উত্তর দিয়েছেন ট্রোলারদেরও ৷ বলেছেন, ‘ভাল রাখাটা একটা আর্ট ৷ ওটা সবাই পারে না৷’ পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁদেরও, যাঁরা তাঁর উদ্যোগে সামিল হয়েছেন ৷

বুধবার ইমন নিজের টিকা নেওয়ার ছবিও শেয়ার করেছেন ফেসবুকে৷ তার পর কোনও বিশ্রাম নয় ৷ টিকা নেওয়ার আগে যেমন সক্রিয় ছিলেন, সেভাবেই নতুন উদ্যমে শুরু করেছেন ত্রাণবণ্টন ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Iman Chakraborty, Yass