#মুম্বই: এবার শ্লীলতাহানি নিয়ে মুখ খুললেন বলিউডের নায়িকা ইলিয়ানা ডিক্রুজ ৷ ট্যুইট করে নিজেই জানালেন, ‘আমার সঙ্গেও শ্লীলতাহানির ঘটনা হয়েছিল ৷ কিন্তু আমি রুখে দাঁড়িয়ে ছিলাম ৷ তবে আমি ভাগ্যবান আমার মা-বাবা খুবই স্বাধীনচেতা ৷ আমাকে খুবই সাহায্য করেছে ৷ এমনকী, মানসিক শক্তি দিয়েছে আমার মা-বাবা !’
কিছুদিন আগে এই শ্লীলহানির ঘটনায় তীব্র নিন্দা করে ট্যুইট করেছিলেন বলিউডের এই জনপ্রিয় নায়িকা ৷ আর তারপরেই ইলিয়ানাকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয়েছিল ট্রোল ৷ সেই ট্রোলের জবাব দিতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনায় নামেন ইলিয়ানা ৷ স্পষ্টই বলেন, এই ধরণের ঘটনা সমাজকে বাজে পথে নিয়ে যাচ্ছে ৷