হোম /খবর /বিনোদন /
বাচ্চার বাবার দেখা নেই! ঘুম উড়েছে ইলিয়ানার, কম্বল ঢাকা ছবিতে জোর গুঞ্জন

Ileana D'Cruz: বাচ্চার বাবার দেখা নেই! ঘুম উড়েছে ইলিয়ানার, কম্বল ঢাকা ছবিতে জোর গুঞ্জন

ছবির ক্যপশনে লিখেছেন "অবশেষে আমরা একটু ঘুমিয়েছি"।

  • Share this:

মুম্বই: বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে  ইলিয়ানা ডিক্রুজ। মা হতে চলেছেন অভিনেত্রী। খবর জানাজানি হতেই  জোড় বিতর্ক শুরু হয় সামাজিক মাধ্যমে। পরে নিজেই অবশ্য় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন ইলিয়ানা। এবার ফের নিজের এক নিজস্বী শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন অভিনেত্রী।

ছাই রঙের একটি কম্বল গায়ে দেওয়া একটি ছবি  শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে লিখেছেন, “যখন তুমি ঘুমাতে চাও কিন্তু তোমার সন্তান পেটের মধ্যে ডান্স পার্টি করে”।  ছবিটি শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে যায় নেট মাধ্যমে। অবশ্য ছবিতে মেকআপ ছাড়াই নজরকাড়া লুকে দেখা গিয়েছে ইলিয়ানাকে। পরে নিজের আরও একটি নিজস্বী শেয়ার করেছেন ইলিয়ানা। তিনি লিখেছেন, “অবশেষে আমরা একটু ঘুমিয়েছি”।

আরও পড়ুন: এই সুন্দরীর সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন, ধোনির ‘প্রাক্তন’ প্রেমিকা রাইকে চেনেন?

গত ১৮ এপ্রিল নিজের মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ইলিয়ানা ডিক্রুজ। খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই হুলস্থুল পড়ে যায় নেট মাধ্যমে। ইলিয়ানার সন্তানের বাবা কে? এই নিয়ে জোর বিতর্ক শুরু হয় সামাজিক মাধ্যমে।

বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে ইলিয়ানা ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন। মালদ্বীপে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ছুটি কাটাতে দেখা যাওয়ার পরেই দু’জনের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে। তবে কী সেবাস্টিয়ানের সঙ্গেই গোপনে বিয়ে সেরেছেন ইলিয়ানা? নাকি বিয়ে না করেই মা হয়েছেন অভিনেত্রী এ নিয়ে চরম বিভ্রান্তিতে নেটিজেনরা।

Published by:Anulekha Kar
First published:

Tags: Entertainment, Entertainment news