Home /News /entertainment /
সলমনকে ‘দঙ্গল’ দেখাতে চাই: আমির খান

সলমনকে ‘দঙ্গল’ দেখাতে চাই: আমির খান

এই লড়াই শুরু চিত্রনাট্য লেখার সময় থেকেই ৷ যখনই বলিউডের দুই খানের, কানে এসেছিল, যে দু’জনই কুস্তিগীরকে সঙ্গে নিয়ে ছবির গল্প

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: এই লড়াই শুরু চিত্রনাট্য লেখার সময় থেকেই ৷ যখনই বলিউডের দুই খানের, কানে এসেছিল, যে দু’জনই কুস্তিগীরকে সঙ্গে নিয়ে ছবির গল্প বেঁধেছেন, তখন থেকেই যেন অল্প অল্প করে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন আমির ও সলমন ! আর সেই লড়াইটা একেবারে দঙ্গলের রূপ নিল সলমনের সুলতান মুক্তি হওয়ার পর !

  সলমনের ‘সুলতান’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলল ৷ এক সপ্তাহেই কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল সলমনের সুলতান ৷ তখনই আমিরের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ ৷ তবে সেই ভাঁজ উড়ল, ‘দঙ্গল’ ছবির ট্রেলার মুক্তি পেতেই ৷ ‘দঙ্গল’ ছবির ট্রেলার দেখার পর গোটা দেশ আমিরের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷ গোটা বলিউডও শুরি করল আমিরের জয়গান ! এমনকী, টিউবলাইট ছবির শ্যুটিং ফ্লোরে আমিরের দঙ্গলের ট্রেলার দেখলেন, ‘সুলতান’ সলমনও ৷ ট্রেলার দেখে সলমন তো বলেই ফেললেন, এ ছবি একেবারেই সুলতানের কপি পেস্ট !

  সলমনের ‘সুলতান’ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি আমির ৷ ঠিক এরকমই অবস্থা আমিরের হয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’ দেখেও ৷ তবে এবার আমির চাইছেন, ‘দঙ্গল’ ছবি মুক্তি পেলেই, সলমনকে দেখাতে ৷ সম্প্রতি ‘দঙ্গল’ ছবির প্রোমোশনে আমির সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমি জানি সলমন খান খুব আনন্দেই আমার ছবি প্রোমোট করবেন, এমনকী, আমিও সলমনের ছবি প্রোমোট করতে পারি ৷ তার থেকেও আমি সলমনকে দঙ্গল দেখাতে চাই !’

  First published:

  Tags: Aamir Khan, Bollywood, Dangal, Salman Khan, Sultan

  পরবর্তী খবর