#মুম্বই: এই লড়াই শুরু চিত্রনাট্য লেখার সময় থেকেই ৷ যখনই বলিউডের দুই খানের, কানে এসেছিল, যে দু’জনই কুস্তিগীরকে সঙ্গে নিয়ে ছবির গল্প বেঁধেছেন, তখন থেকেই যেন অল্প অল্প করে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন আমির ও সলমন ! আর সেই লড়াইটা একেবারে দঙ্গলের রূপ নিল সলমনের সুলতান মুক্তি হওয়ার পর !
সলমনের ‘সুলতান’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলল ৷ এক সপ্তাহেই কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল সলমনের সুলতান ৷ তখনই আমিরের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ ৷ তবে সেই ভাঁজ উড়ল, ‘দঙ্গল’ ছবির ট্রেলার মুক্তি পেতেই ৷ ‘দঙ্গল’ ছবির ট্রেলার দেখার পর গোটা দেশ আমিরের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷ গোটা বলিউডও শুরি করল আমিরের জয়গান ! এমনকী, টিউবলাইট ছবির শ্যুটিং ফ্লোরে আমিরের দঙ্গলের ট্রেলার দেখলেন, ‘সুলতান’ সলমনও ৷ ট্রেলার দেখে সলমন তো বলেই ফেললেন, এ ছবি একেবারেই সুলতানের কপি পেস্ট !
সলমনের ‘সুলতান’ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি আমির ৷ ঠিক এরকমই অবস্থা আমিরের হয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’ দেখেও ৷ তবে এবার আমির চাইছেন, ‘দঙ্গল’ ছবি মুক্তি পেলেই, সলমনকে দেখাতে ৷ সম্প্রতি ‘দঙ্গল’ ছবির প্রোমোশনে আমির সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমি জানি সলমন খান খুব আনন্দেই আমার ছবি প্রোমোট করবেন, এমনকী, আমিও সলমনের ছবি প্রোমোট করতে পারি ৷ তার থেকেও আমি সলমনকে দঙ্গল দেখাতে চাই !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Bollywood, Dangal, Salman Khan, Sultan