হোম /খবর /বিনোদন /
কার সঙ্গে বিয়ে হবে হৃতিকের? প্রথম স্ত্রীকে কত টাকার খোরপোশ দিয়েছিলেন জানেন!

Hrithik Roshan-Saba Azad: ১২ বছরের ছোট সাবার সঙ্গে বিয়ে হৃতিকের? প্রথম স্ত্রীকে কত টাকার খোরপোশ দিয়েছিলেন জানেন!

সাবার সঙ্গে বিয়ে হৃতিকের!

সাবার সঙ্গে বিয়ে হৃতিকের!

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন হৃতিক রোশন? পাত্রীকে চেনেন? নায়িকা-গায়িকা হৃতিকের থেকে ১২ বছরের ছোট সাবা আজাদ। হৃতিক-সাবার রসায়নে মুগ্ধ তাঁদের ফ্যানেরা।

  • Share this:

মুম্বই: দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন হৃতিক রোশন? পাত্রীকে চেনেন? নায়িকা-গায়িকা হৃতিকের থেকে ১২ বছরের ছোট সাবা আজাদ। হৃতিক-সাবার রসায়নে মুগ্ধ তাঁদের ফ্যানেরা। এই বলি-জুটি প্রথমবার তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে এনে রীতিমতো চমক দিয়েছিলেন সকলকে।  হৃতিকের প্রথম স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার বন্ধুত্ব চোখে পড়ার মতো।

২০০০ সালে ছোটবেলার প্রেমিকা সুজানকে বিয়ে করেন হৃতিক। তারপর ১৩ বছর পর ডিভোর্স হয় হৃতিক-সুজানের। যদিও সন্তানদের তাঁরা মানুষ করেন একসঙ্গেই। গুঞ্জন ছিল, সুজান খোরপোশ হিসেবে চেয়েছিলেন ৪০০ কোটি টাকা কিন্তু শেষমেশ ৩৮০ কোটি টাকা দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন- সোনালি কাটআউট পোশাকে, বোল্ড লুকে নজর কাড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ

সম্প্রতি একটি ট্যুইট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে হৃতিক রোশন এবং সাবা আজাদ এই বছরই গাঁটছড়া বাঁধবেন। তাও আবার আগামী নভেম্বরেই। নভেম্বরে বলিউড পেতে চলেছে নতুন তারকা দম্পতি। যদিও তারকারা এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

আরও পড়ুন- শ্রদ্ধা কাপুরের সাজে ফুটে উঠল অভিনেত্রী শ্রীদেবীর ঝলক

সম্প্রতি বিমানবন্দরে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা গিয়েছে। অভিনেতা তাঁর বিমানে ওঠার আগে গাড়িতে একে-অপরকে চুমু খাচ্ছেন। এই তারকা-জুটিকে অনেকবারই জনসমক্ষে হাতেহাত ধরে ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে। হৃতিক এবং সাবা উভয়েই তাদের সম্পর্কের বিষয়ে খুব খোলামেলা। প্রায়শই একসঙ্গে ডিনার করতে যান। একসঙ্গে সিনেমা দেখেন।

এর আগেও দুজনের একসঙ্গে থাকার খবর পাওয়া গিয়েছিল। তবে, এর বিরুদ্ধে হৃতিক এটি ট্যুইট করেন যে, 'এর কোনো সত্যতা নেই। একজন পাবলিক ফিগার হিসেবে, আমি বুঝতে পারছি আমাকে নিয়ে কৌতূহল থাকবে, ক্যামেরার লেন্স থাকবে আমার দিকে, কিন্তু ভুল তথ্য দেওয়াটা কখনওই উচিত নয়।"

হৃতিক বর্তমানে 'ফাইটারে'র শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁকে প্রথমবারের জন্য দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। হৃতিক এবং দীপিকা সম্প্রতি কাশ্মীরে তাদের শ্যুটিং সেরে ফেলেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি নিয়ে উন্মাদনা রয়েছে দর্শকদের মধ্যেও করা হবে। ছবিটি সম্ভবত ২৫ জানুয়ারি, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি হৃতিকের 'ওয়ার ২'-এর জন্যও কাজ শুরু করেছেন।

Published by:Sayani Rana
First published: