#মুম্বই: কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে গোটা বলিউডে চলছে নানা কাব্য ৷ গুঞ্জন উড়ছে অলিগলিতে ৷ ঠিক এরই মাঝে কঙ্গনা হাতে তুলে নিচ্ছেন জাতীয় পুরস্কার ৷ আর অন্যদিকে হৃত্বিক ব্যস্ত রয়েছেন বৃহন্নলাদের সঙ্গে নাচতে ! ব্যাপারটা কি ? হঠাৎ সব ছেড়ে বৃহন্নলাদের সঙ্গে নাচতে গেলেন কেন হৃত্বিক ?
গপ্পোটা হল, দেশের সর্বপ্রথম রূপান্তরকামী মানুষদের মিউজিক্যাল ব্যান্ড ‘সিক্স প্যাক’-কে প্রোমোট করার জন্য এগিয়ে এসেছেন বলিউডের বহু মানুষ ৷ আগে এসেছিলেন সোনু নিগম, তারপর শাহরুখ খান ৷ আর এবার এই সিক্স প্যাককে প্রোমোট করতে এগিয়ে এলেন রোশনপুত্র হৃত্বিক ৷ এই ব্যান্ডের নতুন গানে নাচতে দেখা যাবে হৃত্বিককে ৷ তার জন্যই মহড়ায় ব্যস্ত হৃত্বিক রোশন !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal News, ETV Bangla News, Hrithik Roshan, Kangana Ranaut, Promotion, Transgender band, হৃত্বিক রোশন