#মুম্বই: প্রয়াত হৃতিক রোশনের দিদা পদ্মরানি ওম প্রকাশ। বয়স হয়েছিল ৯১ বছর। বৃহস্পতিবার মুম্বইয়ের আবাসনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বহু দিন ঘরেই শয্যাশায়ী ছিলেন পদ্মরানি। সংবাদমাধ্যমের খবর, এ দিন সন্ধ্য়া থেকেই খবরটি চারদিকে ছড়িয়েছিল, কিন্তু পরিবারের তরফে শিলমোহর দেওয়া হয়নি। সম্প্রতি হৃতিকের বাবা, পদ্মরানির জামাই, পরিচালক রাকেশ রোশন জানালেন, এ খবর সত্য়ি। তাঁর কথায়, ''দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই খবর সত্যি। ওম শান্তি।''
আরও পড়ুন: 'ভারত সরকার সাহায্য করেনি, সোনু স্যর করলেন', বড় 'ফাঁদ' থেকে বাঁচলেন এই ভারতীয় যুবক
সূত্রের খবর, বহু দিন ধরেই বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন বলি তারকার দিদা। সেই কারণেই প্রয়াত হয়েছেন তিনি। পদ্মরানির স্বামী ছিলেন পরিচালক জে ওমপ্রকাশ। তিনি প্রয়াত হন ২০১৯ সালের ৭ অগস্ট। বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁদেরই সন্তান পিঙ্কি রোশন, রাকেশের স্ত্রী।
আরও পড়ুন: গুলজারের জীবন গড়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়! তাঁর মতো কলার তোলা বাঙালি সে সময় আর কই!
গত দু'বছর ধরে হৃতিকের দিদা তাঁদের সঙ্গেই থাকছিলেন। পিঙ্কি যখনই তাঁর মায়ের ছবি পোস্ট করতেন, দেখা যেত, তিনি শয্যাশায়ী। দাদুর পরে দিদাকেও হারালেন হৃতিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hrithik Roshan