#মুম্বই: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রোশন পরিবার! কাছের মানুষকে হারিয়ে শোকে বিধ্বস্ত বলিউড তারকা হৃতিক রোশন। ১৬ জুন, বৃহস্পতিবার ভোর তিনটেয় ঘুমের মধ্যেই প্রয়াত হন হৃতিক রোশনের মাতামহী তথা চলচ্চিত্র প্রযোজক জে ওম প্রকাশের স্ত্রী পদ্মরানি ওমপ্রকাশ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন পদ্মরানি, শয্যাশায়ী ছিলেন গত দু’বছর। অসুস্থতার কারণেই গত ২ বছর রোশন পরিবারের সঙ্গে ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর তিনটেয় ঘুমের মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন হৃতিকের দিদিমা। পদ্মরানির জামাই তথা চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের ভাষায়, “দুর্ভাগ্যবশত খবরটি সত্যি, ওম শান্তি।’’
View this post on Instagram
চলচ্চিত্র প্রযোজক জে ওম প্রকাশের স্ত্রী ছিলেন পদ্মরানি। তাঁদের সন্তান হৃতিকের মা পিঙ্কি রোশন। ২০১৯-এর ৭ অগাস্ট ৯৩ বছর বয়সে মৃত্যু হয় জে ওম প্রকাশের। ১৯৭৪ সালে রাজেশ খন্নার ‘আপ কি কসম’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। বলিউড অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে আপনা বানা লো (১৯৮২), আপনাপন (১৯৭৭), আশা (১৯৮০), অর্পণ (১৯৮৩) এবং আদমি খেলনা হ্যায় (১৯৮৩) ছবিতে কাজ করার জন্য সর্বাধিক জনপ্রিয় জে ওম প্রকাশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hrithik Roshan