corona virus btn
corona virus btn
Loading

অঙ্কের শিক্ষক হয়ে সিনেমায় ফিরছেন হৃত্বিক, ট্রেলারেই কামাল

অঙ্কের শিক্ষক হয়ে সিনেমায় ফিরছেন হৃত্বিক, ট্রেলারেই কামাল
  • Share this:

#মুম্বই: বলিউডের গ্রিক গড বা বলিউডের প্রথম সুপারহিরো ! মোটামুটি এই নামেই হৃতিক পরিচিত ৷ আর তাই তো নিজেকে বার বার অদল-বদল করে সিনেপর্দায় নিয়ে আসতে সব সময় তৈরি, রোশনপুত্র হৃতিক !

বক্স অফিসে পর পর ফ্লপ ৷ মহেঞ্জোদারো কিংবা ব্যাং ব্যাং ৷ তারপর ‘কাবিল’কে সঙ্গে করে কিছুটা সাফল্য দেখেছেন হৃতিক ৷ তবে একদিকে যখন খানজাদা, অক্ষয় কুমার বক্স অফিস কাঁপাছেন, তখন চুপটি করে নতুন ছবির জন্য তৈরি হচ্ছেন হৃতিক ৷ আর এমন হলেন তৈরি, যে তাক লাগালেন গোটা দুনিয়াকে ৷ সুপার থার্টি ছবিতে এমন এক লুক নিচ্ছেন, যা দেখে হতবাক সব্বাই৷

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ছবি সুপার থার্টিতে একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে ৷ এই ছবিতে বিহারের এক অঙ্ক শিক্ষকের চরিত্রেই দেখা যাবে হৃতিককে ৷ যিনি গরীব বাচ্চাদের অঙ্ক শিখিয়ে সমাজে প্রতিষ্ঠীত করার দায়িত্ব নিয়ে নেন নিজের কাঁধে ৷

দেখে নিন ট্রেলার---

First published: June 4, 2019, 3:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर