Home /News /entertainment /
অন্ধ হৃত্বিক, করছেন মারপিট !

অন্ধ হৃত্বিক, করছেন মারপিট !

শিরোনাম দেখে চমকে উঠবেন না ৷ গপ্পোটা একেবারেই ফিল্মি ৷ আর এই গপ্পের হিরো হলেন রাকেশ রোশন পুত্র হৃত্বিক রোশন ৷

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: শিরোনাম দেখে চমকে উঠবেন না ৷ গপ্পোটা একেবারেই ফিল্মি ৷ আর এই গপ্পের হিরো হলেন রাকেশ রোশন পুত্র হৃত্বিক রোশন ৷

  বহুবছর বাদে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল হৃত্বিক রোশনকে ৷ এর মাঝে বয়ে গিয়েছে বদু জল ৷ একদিকে সুজান খানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, তো অন্যদিকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে গুঞ্জন ৷ সব মিলিয়ে খবরে ছিলেন তিনি ৷ কিন্তু ছবি ছিল না ঝুলিতে ৷

  এই সময়ই পরিচালক আশুতোষ গোয়ারিকর হৃত্বিককে সঙ্গে নিয়ে শুরু করলেন নতুন ছবি ‘মহেঞ্জো দারো’ ৷ গত ১৪ অগস্ট ছবিটি মুক্তি পায় ৷ তবে হৃত্বিকের এই ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে ৷ এমনকী, কোন ভাবেই নজর কাড়তে পারেন না হৃত্বিক ৷

  আরও পড়ুন 

  সব কিছু ছাড়তে চলেছেন হৃত্বিক রোশন!

  হৃত্বিক রোশন আপাতত ব্যস্ত, নতুন ছবি ‘কাবিল’-এর শ্যুটিংয়ে ৷ আর এই ছবিতেই হৃত্বিককে দেখা যাবে অন্ধ মানুষের চরিত্রে ৷ ছবির গল্প অনুযায়ী, হৃত্বিক এই ছবিতে বদলা নেবেন নিজেরপ বউয়ের খুনির ৷

  আরও পড়ুন 

  কঙ্গনার সঙ্গে কী হয়েছিল তা ফাঁস করব জলদিই: হৃত্বিক রোশন

  সম্প্রতি এই ইংরেজি দৈনিককে হৃত্বিক জানিয়েছেন, এই ধরণের চরিত্রে আগে কোনও দিনও করিনি ৷ এটা একটা চ্যালেঞ্জ ৷ অন্ধের ভূমিকায় শুধু অভিনয় নয়, একেবারে অ্যাকশন প্যাকড!ছবিতে হৃত্বিকের বউয়ের চরিত্রে অভিনয় করছেন ইয়ামি গৌতম ৷

  First published:

  Tags: Action, Bollywood, Hrithik Roshan, Kabil, Yami Gautam