হোম /খবর /বিনোদন /
হৃত্বিক শাহরুখের বন্ধুত্বে ফের জোয়ার, সমস্ত 'অশান্তি' মিটল পাঠানের স্ক্রিনিংয়ে!

Hrithik Roshan on Pathaan: হৃত্বিক শাহরুখের বন্ধুত্বে ফের জোয়ার, সমস্ত 'অশান্তি' মিটল পাঠানের স্ক্রিনিংয়ে!

Hrithik Roshan on Pathaan: সম্প্রতি 'পাঠান' দেখে ফেললেন হৃতিক রোশন। ট্যুইটারে ছবিটির ভূয়সী প্রশংসা করলেন তিনি।

  • Share this:

মুম্বই: পর পর ব্যর্থ ছবি। ব্যক্তিজীবনে বিতর্ক। বিগত কয়েক বছরে একাধিক ঝড়ের সম্মুখীন। যাবতীয় বাধাবিপত্তি কাটিয়েও যে রাজার মতো করে ফিরে আসা যায়, তা আরও একবার দেখিয়ে দিলেন শাহরুখ খান। চার বছর পর পর্দায় বাদশার প্রত্যাবর্তন। বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। অনুরাগীরা তো বটেই, তাঁর সহকর্মীরাও আপাতত শাহরুখের জাদুতে বুঁদ।

সম্প্রতি 'পাঠান' দেখে ফেললেন হৃতিক রোশন। ট্যুইটারে ছবিটির ভূয়সী প্রশংসা করলেন তিনি। অভিনেতা লিখেছেন, 'কী দারুণ! অসাধারণ সব দৃশ্য। কিছু জিনিস এর আগে কখনও পর্দায় দেখা যায়নি। টানটান চিত্রনাট্য, দারুণ গান। সারা ছবি জুড়ে রইল প্রচুর চমক আর ট্যুইস্ট।' 'পাঠান'-এর অভিনেতা এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

'কভি খুশি কভি গম' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং হৃতিক। প্রথম জন তখন বলিউডে বেশ কয়েক বছর কাটিয়ে ফে লেছেন। দ্বিতীয় জন নিছকই নতুন। হাতেখড়িতেই বিপুল সাফল্য পেয়েছিলেন হৃতিক। শাহরুখের সঙ্গে হৃতিকের তুলনা হয় শুরু হয় চারদিকে।

আরও পড়ুন: ১০টা নতুন রেকর্ড গড়ল পাঠান, কেবল শাহরুখ নন, টক্করে দীপিকা-জন-যশরাজও! রইল তালিকা

আরও পড়ুন: ২য় দিনেই ১০০ কোটির ক্লাবে পা রাখবেন শাহরুখ? প্রথম দিনে কত কোটি টাকার লক্ষ্মীলাভ!

শোনা যায়, সেই সময়ে নাকি ইন্ডাস্ট্রির অনুজকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বাদশা। তাই নাকি পেশাগত গণ্ডি পার করে হৃতিককে বন্ধু করে নিতে পারেননি তিনি। এমনকী এও শোনা যায় যে, সেটে হৃতিককে এড়িয়ে চলতেন শাহরুখ।

 

তবে এ বিষয়ে কখনই কোনও মন্তব্য করেননি দুই অভিনেতা। বরং একে অপরের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্কই বজায় রেখেছেন তাঁরা।

Published by:Sanchari Kar
First published:

Tags: Hrithik Roshan, Pathaan, Shah Rukh Khan